আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

নতুন বছরে নতুন ফিচার আনছে টুইটার

নতুন বছরে নতুন ফিচার আনছে টুইটার
নতুন বছরের শুরুতেই নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার। ইলন মাস্ক জানিয়েছেন, ‘সাইট সুইপ’ নামে নতুন ফিচার চালু হচ্ছে জানুয়ারি মাসেই। এর সাহায্যে অনেক সুবিধা পাবেন ইউজাররা। ২০২২ সালের অক্টোবর মাসের শেষভাগে টুইটারের দায়িত্ব নিয়েছেন মাস্ক। তারপর থেকেই টুইটারের একাধিক ফিচারে পরিবর্তন এসেছে। ইউজাররা রেকমেন্ডেড এবং ফলোড টুইটের পাশাপাশি ট্রেন্ড, বিভিন্ন টপিক এবং অন্যান্য অনেক ফিচার খুব সহজেই দেখতে পাবেন। এখন টুইটারে ক্রোনোলজিকাল অর্ডারে টুইট পড়া যায়। এর পাশাপাশি হোম টাইমলাইনে রেকমেন্ডেড টুইট অনুসারে টুইট পড়া যায়। এছাড়াও সম্প্রতি টুইটারে চালু হয়েছে একটি নতুন ফিচার। গ্লোবাল অর্থাৎ আন্তর্জাতিক স্তরে এই ফিচার চালু হয়েছে। এটি হল ভিউ কাউন্ট ফিচার। এই ভিউ কাউন্ট ফিচারের সাহায্যে ইউজার জানতে পারবেন তাদের টুইট কতজন দেখেছেন বা পড়েছেন। আগে যেটা শুধু ভিডিওর ক্ষেত্রে সম্ভব হতো, এখন সেটা টুইটের ক্ষেত্রেও হবে। আপাতত নির্দিষ্ট সংখ্যক ইউজার এই ফিচারের সুবিধা পাচ্ছেন। খুব তাড়াতাড়ি সকলের জন্য এই ফিচার চালু হবে বলে জানা গিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন নতুন | বছরে | নতুন | ফিচার | আনছে | টুইটার