আর্কাইভ থেকে জাতীয়

আগের ছবি দেখে এখনকার পরিবর্তন দেখবেন: প্রধানমন্ত্রী

আগের ছবি দেখে এখনকার পরিবর্তন দেখবেন: প্রধানমন্ত্রী
ঢাকার আগের কুর্মিটোলা বিমানবন্দরটা কেমন ছিলো ছবিটা দেখে নেবেন। তারপর পরিবর্তনটা দেখবেন। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সব মিলিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে উন্নত দেশগুলো অর্থনৈতিক মন্দা ঘোষণা করলেও বাংলাদেশ সে পথে যায়নি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১ জানুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এখনকার ডিপ্লোমেসি পলিটিক্যাল ডিপ্লোমেসি না, ইকোনমিক ডিপ্লোমেসি হবে। প্রত্যকটা দূতাবাসকে রপ্তানি বাণিজ্য, কোনো দেশে কোন পণ্যের চাহিদা বেশি, আমরা কী রপ্তানি করতে পারি বা কোথা থেকে আমরা বিনিয়োগ আনতে পারি, সেদিকে দৃষ্টি দেয়ার নিদের্শ দিয়েছি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, পাট এক সময়ের সোনালী আঁশ আমাদের দেশের। পাটের চাহিদা কিন্তু কোনো দিন শেষ হবে না। পাটজাত পণ্য পরিবেশ বান্ধব। আমরা পাটের জিনোম আবিস্কার করতে পেরেছি। কাজেই এখান থেকে আমরা অনেক ধরনের পন্য উৎপাদন করতে পারি। পাটের পাতা থেকে শুরু করে আশ, পাটখড়িও কাজে লাগে। পাটকে আমাদের এখন গুরুত্ব দিতে হবে। আমাদের পাট ইন্ডাস্ট্রি যেগুলো সরকারি ছিল সেগুলো আমরা এখন উন্মুক্ত করে দিয়েছি। তিনি বলেন, রপ্তানির নতুন বাজার খোঁজার পাশাপাশি দেশের বাজারের দিকেও নজর দিতে হবে। যত বেশি পণ্য বহুমুখি করতে পারব, তত বেশি নতুন নতুন বাজার পাব। তাহলে পণ্য রপ্তানিও বেশি করতে পারব। সরকারপ্রধান বলেন, ব্যবসা-বাণিজ্য ও উন্নয়নের জন্য অবকাঠামো গুরুত্বপূর্ণ। তাই আমরা সড়ক, রেল, নৌপথ সবকিছুর উন্নয়ন করছি। তিনি আরও বলেন, আমরা দুর্নীতি করতে আসিনি, মানুষের ভাগ্য গড়তে এসেছি। সারা বাংলাদেশ আমাদের ডিজিটাল নেটওয়ার্কে চলে এসেছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন আগের | ছবি | দেখে | এখনকার | পরিবর্তন | দেখবেন | প্রধানমন্ত্রী