আর্কাইভ থেকে ক্রিকেট

রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান

রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর শুরু হতে যাচ্ছে আগামী ৬ জানুয়ারি থেকে। এরইমধ্যে দলগুছানো হয়েছে। আজ রোববার (১ জানুয়ারি) থেকেই অনুশীলনের তোড়জোড় শুরু হয়ে গেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। প্রথম দিনেই রংপুর রাইডার্স তাদের অধিনায়কের নাম প্রকাশ করেছে। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টাইগার উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। একনজরে রংপুর রাইডার্স স্কোয়াড সরাসরি চুক্তিতে: নুরুল হাসান সোহান, শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), হারিস রউফ (পাকিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)। ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মণ্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু। ড্রাফট থেকে বিদেশি: আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।

এ সম্পর্কিত আরও পড়ুন রংপুর | রাইডার্সের | অধিনায়ক | সোহান