আর্কাইভ থেকে অপরাধ

অ্যাপসের মাধ্যমে দল গঠন করতো ‘হিজরতকারীরা’ : সিটিটিসি

অ্যাপসের মাধ্যমে দল গঠন করতো ‘হিজরতকারীরা’ : সিটিটিসি
আল কায়েদা মতাদর্শে অনুপ্রাণিত ছয় ‘হিজরতকারী’ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন ভিত্তিক অ্যাপসে যোগাযোগ তৈরির মাধ্যমে দল গঠন করতেন। জানালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। আজ সোমবার (২ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। রোববার সিটিটিসির একটি দল রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয় হিজরতকারী আটক করে। আটককৃতরা হলেন- আব্দুর রব, মো. সাকিব, মো. শামীম হোসেন, মো. নাদিম শেখ, মো. আবছার এবং মো. সাইদ উদ্দিন । আসাদুজ্জামান বলেন, আটককৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন ভিত্তিক এ্যাপসে যোগাযোগ স্থাপনের মাধ্যমে দল গঠন করত। স্থানীয় সহযোগীদের নিয়ে প্রশিক্ষণ নিয়ে দেশে জঙ্গিবাদের জন্য টেকনাফে হিজরত করে অবস্থান করছিল। তিনি বলেন, অনলাইন মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেন আব্দুর রব। পরে বিমানবন্দর থেকে বাড়ি না গিয়ে চলে যান জঙ্গি ক্যাম্পে। যে গ্রুপটি জিহাদী সংগঠন আল-কায়েদার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে সশস্ত্র জিহাদ করার পরিকল্পনা নিয়ে সংঘটিত হচ্ছিল। সিটিটিসির অতিরিক্ত কমিশনার বলেন, গ্রেপ্তারকৃত আব্দুর রব একজন কোরআনে হাফেজ। তিনি কওমি মাদ্রাসায় পড়াশুনা করে ২০১৯ সালের জুনে সৌদি আরব চলে যান। সৌদিতে অবস্থানকালে তিনি অনলাইনে বিভিন্ন জিহাদি পোস্ট ও ভিডিও দেখে জিহাদের জন্য অনুপ্রাণিত হন। অনলাইনে রোহিঙ্গা নির্যাতনের একটি ভিডিও কমেন্টের সূত্রধরে সাঈদের সঙ্গে তার পরিচয় হয়। একইভাবে শামীম, সাকিব, নাদিমসহ আরও কয়েকজনের সঙ্গে পরিচয় হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন অ্যাপসের | মাধ্যমে | দল | গঠন | করতো | হিজরতকারীরা | | সিটিটিসি