আর্কাইভ থেকে করোনা ভাইরাস

রাজধানীতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ : নমুনা পরীক্ষায় দালালদের উৎপাত দুর্ভোগে নগরবাসী

রাজধানীতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ : নমুনা পরীক্ষায় দালালদের উৎপাত দুর্ভোগে নগরবাসী

সীমান্ত জেলাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে করোনার রোগীর সংখ্যা, বাড়ছে ভোগান্তিও। করোনার নমুনা দিতে দুর্ভোগে পড়ছে রোগীরা। বিশেষ করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তা চরমে পৌঁছেছে। হাসপাতালটিতে দ্রুত সিরিয়াল দেয়ার নামে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

বুধবার (২৩ জুন) সরোজমিনে হাসপাতালটিতে দেখা যায়। করোনা নমুনা দিতে অসুস্থ শরীরে প্রখর রোদের খোলা আকাশের নিচে সকালে থেকে দাড়িয়ে আছে অপেক্ষমানরা। দুই থেকে তিন দিন চেষ্টার পরও করোনার নমুনা দেয়ার ফরম পুরোন করতে পারছেন না অনেকে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকার নির্ধারিত একশ’ টাকার সঙ্গে বাড়তি টাকা না দিলে মিলছে না সিরিয়াল।

পরে অভিযুক্ত দালাল হাসানের খোঁজে নামে সাংবাদিকরা। এমন খবর শুনে  হাসপাতাল থেকে শটকে পড়েন তিনি। অনেক খোঁজার পরও পাওয়া যায়নি হাসানকে।

সবকিছু শুনে হাসপাতালের পরিচালক বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।

এদিকে আজও নমুনা সংগ্রহের দীর্ঘ লাইন দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বুথেও। অন্যদিকে, সীমান্ত জেলাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে করোনার রোগির সংখ্যা।

ঢাকা মহানগরে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৪৩টি করোনা হাসপাতলের ৫ হাজার ১৬১টি জেনারেল বেডের মধ্যে রোগি ভর্তির সংখ্যা ১৬০৯ জন। ৮২১টি আইসিউ বেডের মধ্যে ৩১৩ জন, ৫৩২টি এইচডিইউ বেডের মধ্যে ২৩৩ জন রোগি ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগি ভর্তির সংখ্যা ৩২৩ জন, ছাড়প্রাপ্ত রোগির সংখ্যা ২২৭ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীতে | আবারও | বাড়ছে | করোনার | সংক্রমণ | | নমুনা | পরীক্ষায় | দালালদের | উৎপাত | দুর্ভোগে | নগরবাসী