আর্কাইভ থেকে আফ্রিকা

ইথিওপিয়ায় সামরিক বাহিনীর অভিযানে নিহত ৬০

ইথিওপিয়ায় সামরিক বাহিনীর অভিযানে নিহত ৬০

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে প্রদেশে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৬০ জন। মঙ্গলবারের ঘটনায় আহত হয়েছে শিশুসহ শতাধিক মানুষ। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। টাইগ্রের উত্তরাঞ্চলীয় টগোগা শহরের একটি মার্কেটে এই হামলা চালানো হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় এক বাজারে বোমা হামলা চালায় বিমান বাহিনী। এটি সন্ত্রাসবিরোধী অভিযান ছিল বলে দাবি করেছে সামরিক বাহিনী। তবে বেসামরিক নাগরিকরা হামলার লক্ষ্যবস্তু ছিল না। বেসামরিক হতাহতের খবর স্বীকার করেনি তারা।

যদিও রয়টার্সকে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, হামলায় তার স্বামী ও দুই বছর বয়সী মেয়ে মারা গেছে।

তিনি আরও বলেন, স্থানীয় সময় দুপুর একটার দিকে এ হামলার ঘটনা ঘটে। কোন বিমান দেখিনি, তবে শব্দ শুনেছি। বিস্ফোরণের সময় সবাই সেখান থেকে পালিয়ে যায়। পরে সবাই ফিরে আসি এবং আহতদের উদ্ধার করি।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি টাইগ্রেতে বিদ্রোহীদের দৌরাত্ম্য বেড়েছে। গেল আট মাসে বিবদমান পক্ষগুলোর সংঘাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ।

তবে এই বিমান হামলার বিষয়ে কোন মন্তব্য করেননি প্রধানমন্ত্রীর মুখপাত্র।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ইথিওপিয়ায় | সামরিক | বাহিনীর | অভিযানে | নিহত | ৬০