আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

কারা কক্ষে ম্যাক্যাফি অ্যান্টিভাইরাসের নির্মাতার আত্মহত্যা

কারা কক্ষে ম্যাক্যাফি অ্যান্টিভাইরাসের নির্মাতার আত্মহত্যা

স্পেনের বার্সেলোনার একটি কারাগারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আদালত যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের সিদ্ধান্ত দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কারা কক্ষে তার মৃতদেহ মিলল। এক বিবৃতিতে কাতালান বিচার বিভাগ দাবি করেছে, আত্মহত্যা করেছেন ম্যাকাফি।

স্প্যানিশ পুলিশ কর্তৃপক্ষ জানায়, অ্যান্টিভাইরাস গুরু নিজেই তার জীবনাবসান ঘটিয়েছেন। ম্যাকাফির বয়স হয়েছিল ৭৫ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কর ফাঁকির মামলায় স্পেনের একটি আদালতে ম্যাকাফির বিচার চলছিল। বুধবার আদালত তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টা পর কারাগারে তার মরদেহ পাওয়া যায়।

কাতালান বিচার বিভাগ জানিয়েছে, কারাগারে নিথর পড়ে থাকা ম্যাকাফিকে বাঁচানোর সব চেষ্টা করেও ব্যর্থ হয় চিকিৎসকরা।

পরে এক বিবৃতিতে কাতালান বিচার বিভাগ জানায়, ম্যাকাফি আত্মহত্যা করেছেন বলে সব আলামতই ইঙ্গিত করে।

ম্যাকাফির আইনজীবী হাভিয়ের ভিলালবার উদ্বৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নয় মাসের কারাবাসে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের এই অগ্রদূত। কারা কক্ষে গলায় ফাঁস দিয়ে জীবনের ইতি ঘটান তিনি।

জীবনের বেশিরভাগ সময় বিতর্কে থাকা জন ম্যাকাফি বিশ্বের প্রথম বাণিজ্যিক অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার উদ্ভাবন করেন। তাকে লার্জার দ্যান লাইফ সফটওয়্যার মুঘল হিসেবে বর্ণনা করেছে রয়টার্স। ম্যাকাফির হাত ধরেই কম্পিউটার জগতে বহু বিলিয়ন ডলারের অ্যান্টিভাইরাস সফটওয়্যার শিল্পের সূচনা হয়। তবে ২০১১ সালে প্রায় ৮শ’ কোটি মার্কিন ডলারে প্রযুক্তি জায়ান্ট ইনটেলের কাছে ম্যাকাফি অ্যাসোসিয়েটস ইনকর্পোরেটেড বিক্রি করে দেন তিনি।

সিবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে গেল অক্টোবরে জন ম্যাক্যাফির বিরুদ্ধে কর ফাঁকির মামলা হয়। এছাড়া নিউইয়র্কে ম্যাকাফির বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণার একটি অভিযোগ আনা হয়।

গেল বছরের অক্টোবরে ম্যাক্যাফিকে স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর স্পেনের আদালতে বিচার চলছিল। গতকাল বুধবার স্প্যানিশ হাইকোর্ট জানান, ম্যাকাফিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন কারা | কক্ষে | ম্যাক্যাফি | অ্যান্টিভাইরাসের | নির্মাতার | আত্মহত্যা