আর্কাইভ থেকে করোনা ভাইরাস

২৪ঘন্টায় ৬ হাজার ৫৮ জন শনাক্ত

২৪ঘন্টায় ৬ হাজার ৫৮ জন শনাক্ত

দেশে করোনায় ২৪ঘন্টায় আরো ৮১ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট মারা গেছে ১৩৮৬৮জন করোনা রোগী। গেল দুই মাসের রেকর্ড ৬ হাজার ৫৮ জন শনাক্ত। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।  

বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৭৮৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩০ হাজার ৩৯১ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩  শতাংশ।

এর আগে বুধবার (২৩ জুন) দেশে করোনায় ৮৫ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৫ হাজার ৭২৭ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৪৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৩০০ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন ২৪ঘন্টায় | ৬ | হাজার | ৫৮ | জন | শনাক্ত