আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃত্যু আরও আট হাজার

বিশ্বে করোনায় মৃত্যু আরও আট হাজার

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় মারা গেছে আরও আট হাজার মানুষ। একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে চার লাখের কাছাকাছি মানুষের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের এর তথ্য অনুযায়ী, আবারও প্রতিদিন মৃত্যু-সংক্রমণ বেড়ে চলেছে ব্রাজিলে। গতকাল বৃহস্পতিবার দুই হাজারের বেশি মানুষ মারা গেছে ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৩ হাজারের কাছাকাছি।

চারদিন পর বৃহস্পতিবার আবারও করোনায় সর্বনিম্ন মৃত্যু হয়েছে ভারতে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৯৬৫ জন। ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ হাজার মানুষের শরীরে।

হঠাৎ মৃত্যু বেড়ে গেছে ল্যাটিন অ্যামেরিকার দেশ কলম্বিয়ায়। বৃহস্পতিবার দেশটিতে মারা গেছে ৭শ’ জনের কাছাকাছি।

আর্জেন্টিনায় করোনায় আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে সাড়ে ৪শ’ জন।

এদিকে, একদিনে ৫৬৮ জনের মৃত্যু দেখলো রাশিয়া। পুতিনের দেশটিতে আবারো বাড়ছে করোনার সংক্রমণও।

তবে মৃত্যু অনেক কমে গেছে বাইডেনের দেশে। বৃহস্পতিবার ৩২৯ জনের মৃত্যু লিপিবদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে সর্বাধিক করোনা আক্রান্ত ও মৃত্যু হলেও টিকা প্রয়োগের কারণে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ১৮ কোটি সাড়ে সাত লাখের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছে ৩৯ লাখ সাড়ে ১৫ হাজারের ওপর। আর সুস্থ হয়ে উঠেছে বিশ্বের ১৬ কোটি ৫৪ লাখের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | মৃত্যু | আরও | আট | হাজার