আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃত্যু আরো সাড়ে আট হাজারের বেশি

বিশ্বে করোনায় মৃত্যু আরো সাড়ে আট হাজারের বেশি

বিশ্বে করোনাভাইরাসে একদিনে মারা গেছে আরও সাড়ে আট হাজার জনের বেশি। একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে চার লাখ চার হাজারের বেশি মানুষের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় প্রতিদিন মৃত্যু-সংক্রমণ বেড়েই চলেছে ব্রাজিলে। ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে একদিনে মারা গেছে প্রায় দুই হাজার জন। ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৮০ হাজার। ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছে পাঁচ লাখ ১১ হাজারের বেশি। মোট আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৮৩ লাখের বেশি মানুষ।

ভারতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। কমেছে শনাক্ত। কমেছে মৃত্যুর সংখ্যাও। শুক্রবার দেশটিতে মারা গেছে এক হাজার ১৮৬। একদিনে শনাক্ত হয়েছে ৪৯ হাজারের বেশি মানুষের শরীরে। ভারতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় তিন কোটি দুই লাখ। আর মোট মারা গেছে তিন লাখ ৯৪ হাজারের বেশি মানুষ।

করোনায় প্রাণহানি বেড়েছে ল্যাটিন অ্যামেরিকার আরেক দেশ কলম্বিয়ায়। দেশটিতে প্রতিদিন মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭শ’ জনের কাছাকাছি। অপর ল্যাটিন দেশ আর্জেন্টিনায় এ সংখ্যা প্রায় সাড়ে ৫শ’।

আবারও শনাক্ত ও মৃত্যু বাড়ছে রাশিয়ায়ও। একদিনে দেশটিতে মারা গেছে ৬শ’ জন। একদিনে শনাক্ত হয়েছে ২০ হাজার একশ ৮২ জন। দেশটিতে পাঁচমাস পর একদিনে এতো মানুষ মারা গেলো।

তবে সংক্রমণ ও মৃত্যু কমেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটিতে মারা গেছে ৩৭৭ জন।

এদিকে ইন্দোনেশিয়ায় আবারো বেড়েছে সংক্রমণ এবং মৃত্যু। দেশটিতে একদিনে মারা গেছে ৪২২ জন। করোনা রোগী বাড়ায় বাড়তি চাপ পড়ছে হাসপাতালগুলোতে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩৯ লাখ ২৫ হাজার। মোট শনাক্ত ১৮ কোটি ১১ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ। আর মারণ ভাইরাস থেকে সুস্থ হয়েছে বিশ্বের ১৬ কোটি পৌনে ৫৮ হাজার জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | মৃত্যু | আরো | সাড়ে | আট | হাজারের | বেশি