আর্কাইভ থেকে এশিয়া

মন্ত্রীর বাড়ি থেকে ১৫ কোটি টাকা উদ্ধার

মন্ত্রীর বাড়ি থেকে ১৫ কোটি টাকা উদ্ধার
কুবেরের ধন মিলল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। বুধবার থেকে জাকিরের বিড়ি কারখানা এবং তার দপ্তরসহ বিভিন্ন এলাকায় চলছিল আয়কর তল্লাশি। সেই তল্লাশিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিলেছে ১৫ কোটি টাকা। এমনটাই জানা গেছে আয়কর দপ্তর থেকে। কোথা থেকে বিপুল পরিমাণ টাকা এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও আয়কর দপ্তরের তরফে এখনও কিছু জানানো হয়নি। নীরব খোদ তৃণমূল বিধায়কও। গেলো বিধানসভা নির্বাচনে জঙ্গিপুরের বিধায়ক হন জাকির হোসেন। এবার আর মন্ত্রিসভায় জায়গা পাননি তিনি। তবে সম্প্রতি শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির শিকার হন জাকির। আর সেই হুঁশিয়ারির পরই তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা দেয় বুধবার। ওইদিন কেন্দ্রীয় বাহিনী জাকির হোসেনের সুতি থানার অরঙ্গবাদের বাড়ি, সামশেরগঞ্জের আনন্দ বিড়ি এবং ধূলিয়ানের বিজলি বিড়ি কারখানা ঘিরে ফেলে। সেই সময় জাকির হোসেন বাড়িতেই ছিলেন। আয়কর দপ্তর জানায়, উদ্ধার হওয়া ১৫ কোটি টাকার মধ্যে কেবলমাত্র একটি জায়গা থেকেই মিলেছে ৯ কোটি টাকা। এ ছাড়া গোডাউনে হানা দিয়েও উদ্ধার করা হয়েছে ২ কোটি টাকা। জাকির অবশ্য জানিয়েছেন, গেলো ২৩ বছর ধরে তিনি আয়কর দিয়ে আসছেন। জাকির বলেছিলেন, তারা আসতেই পারেন। তবে আসার পদ্ধতিটা অন্য রকম হওয়া উচিত ছিল। কারণ আধাসেনা আনা হয়েছে। কিন্তু আমি তো কোনও অপরাধী নই। আমি এক জন ব্যবসায়ী এবং আমি পশ্চিমবঙ্গের এক জন বিধায়ক। আমি চাই, সামাজিক ভাবে আসুন তারারা। তারা আমাদের সময় দিলেন না। কারণ আমাদের সব সময় হিসাবরক্ষক থাকেন এমন নয়। এটা আমাদের হেনস্থা করা ছাড়া আর কিছু নয়। ওই বাড়িতেই থাকেন জাকির হোসেনের স্ত্রী, পুত্র, কন্যা। বাড়িতে ঢুকে আয়কর দপ্তরের আধিকারিকরা বিধায়ক ও তার পরিবারের সদস্যদের প্রতিটি মোবাইল বাজেয়াপ্ত করেন। সাবেক মন্ত্রী তথা বিধায়কের তাঁর বাড়ি, অফিস এবং গুদামে তল্লাশি চালান অফিসাররা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর শোরগোল। বিজেপির দাবি, রাজ্যের তৃণমূল নেতা-মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চালালে আরও টাকা উদ্ধার করা যাবে। তল্লাশি জারি রয়েছে মুর্শিদাবাদ এবং কলকাতা মিলিয়ে ২৮টি স্থানে। বিষয়টি জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও।

এ সম্পর্কিত আরও পড়ুন মন্ত্রীর | বাড়ি | ১৫ | কোটি | টাকা | উদ্ধার