আর্কাইভ থেকে বাংলাদেশ

লকডাউনের খবরে ঢাকা ছাড়ছেন মানুষ

লকডাউনের খবরে ঢাকা ছাড়ছেন মানুষ

শনিবার (২৬ জুন) সকাল থেকেই রাজধানীর গাবতলী, আমিনবাজার ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় বিভিন্নভাবে ঢাকা ছাড়ছেন মানুষ। তাদের মধ্যে কেউ মোটরসাইকেল ও মাইক্রোবাসে আবার কেউ পায়ে হেঁটেই ঢাকার বাইরে রওয়ানা হয়েছেন।

লকডাউনের কথা শুনে এসব মানুষ স্ত্রী-সন্তানকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিতে ব্যস্ত হয়ে গেছেন।যানবাহন তেমন না থাকল্ওে অনেকে বাড়তি ভাড়া দিয়েই গাড়ি ভাড়া করে বাড়ির পথে রওনা হয়েছেন।

সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষ যে যেভাবে পারছেন গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। এ সময়ে স্বাভাবিক সময়ের মতো গণপরিবহন না চলায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ঢাকা ছেড়ে যাওয়া এসব মানুষের অধিকাংশই শ্রমজীবী।

কয়েকজনের  সঙ্গে কথা বলে যানা যায়, লকডাউন কবে খুলবে এমন অনিশ্চয়তায় অনেকে এ সময়টুকু মা-বাবার ও সন্তানের সঙ্গে থাকতে চান । যে কারণেই গ্রামে দিকে হাঁটা।

এদিকে ঢাকা ছাড়ার এমন হিড়িকে পকেট ভারি করছেন যানবাহন চালকেরা। ঢাকা ছাড়তে যাওয়া এসব মানুষ প্রত্যেকের অভিযোগ বাড়তি ভাড়া দিয়েই তারা যানবাহনে চড়ছেন।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন লকডাউনের | খবরে | ঢাকা | ছাড়ছেন | মানুষ