আর্কাইভ থেকে জাতীয়

দিন শুরু হতেই অকেজো মেট্রোরেলের ভেন্ডিং মেশিন

দিন শুরু হতেই অকেজো মেট্রোরেলের ভেন্ডিং মেশিন
মেট্রোরেলে চড়ে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে স্টেশনে জড়ো হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে দিনের শুরুতেই মেট্রোরেলের টিকিট কেনার ভেন্ডিং মেশিন অকেজো হয়ে পড়ায় বিপাকে পড়েছেন তারা। রোববার (১৫ জানুয়ারি) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে ইজতেমামুখী যাত্রীরা মেট্রোরেলে চড়ার জন্য লাইন ধরছেন। কেউ টিকিট পেয়ে ইতোমধ্যে চলে গেছেন, আবার কেউবা অপেক্ষা করছেন। স্টেশনের তিনটি টিকিট কাউন্টারের দুটি সচল থাকলেও একটি শুরু থেকেই অকেজো। এ সময় টিকিট বুথে দায়িত্বরত একজন বলেন, উন্নয়ন কাজের জন্য ভেন্ডিং মেশিনটি বন্ধ রয়েছে। কিছু সময়ের মধ্যেই এটি খুলে দেওয়া হবে। ইজতেমা উপলক্ষে আজ সকাল ৭টা ৫৫ মিনিটে খুলে দেয়া হয় আগারগাঁও স্টেশনের মূল গেট। এদিকে, ইজতেমা ঘিরে কাউন্টারগুলো সচল রাখতে স্কাউট সদস্যরা ছাড়াও মেট্রোরেলের একাধিক কর্মকর্তাকে কাউন্টারগুলোর পাশে অবস্থান করতে দেখা গেছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন আজ। কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে লাখ লাখ মুসল্লির পদভারে পরিপূর্ণ হয়ে উঠেছে ইজতেমা ময়দান। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে (জোবায়ের অনুসারীদের) প্রথম পর্ব।

এ সম্পর্কিত আরও পড়ুন দিন | শুরু | হতেই | অকেজো | মেট্রোরেলের | ভেন্ডিং | মেশিন