আর্কাইভ থেকে আবহাওয়া

তাপমাত্রা কমে হতে পারে ইলশেগুঁড়ি বৃষ্টি

তাপমাত্রা কমে হতে পারে ইলশেগুঁড়ি বৃষ্টি
সারা দেশে রাতের তাপমাত্রা কমে কোথাও কোথাও হতে পারে ইলশেগুঁড়ি বৃষ্টি। তাপমাত্রা কমলেও শীত একই রকম অনুভূত হতে পারে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৫ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। সেসব স্থানে হতে পারে অতি সামান্য বৃষ্টি। রাতের তাপমাত্রা কমত পারে। শীতল মাস হিসেবে পরিচিত জানুয়ারিতে তাপমাত্রা কমলেও শীতের অনুভূতিতে তার প্রভাব তেমন পড়বে না। আবুল কালাম জানান, রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এতে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। কুয়াশার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহ নিয়ে অধিদপ্তর জানায়, রংপুর বিভাগ এবং নওগাঁ ও মৌলভীবাজারের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন তাপমাত্রা | কমে | হতে | পারে | ইলশেগুঁড়ি | বৃষ্টি