আর্কাইভ থেকে অর্থনীতি

মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৫ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করবেন। সংবাদ সম্মেলনে মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে মুদ্রানীতির বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এর আগে ২০২২ সালের জুনে, ২০২২-২৩ অর্থবছরের জন্য একটি ‘সতর্কতা’ মুদ্রানীতি প্রকাশ করা হয়েছিল। প্রসঙ্গত, মুদ্রার গতিবিধি প্রক্ষেপণ করে মুদ্রানীতি। মুদ্রানীতি হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করা, ঋণের প্রক্ষেপণের মাধ্যমে সরকারি-বেসরকারি ঋণের জোগান ধার্য এবং মুদ্রার প্রচলন নিয়ন্ত্রণ করা।

এ সম্পর্কিত আরও পড়ুন মুদ্রানীতি | ঘোষণা | করবে | বাংলাদেশ | ব্যাংক