আর্কাইভ থেকে এশিয়া

৭৭ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত : জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী

৭৭ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত :  জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী
পোখারায় বিমান দুর্ঘটনার পর মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বৈঠক ডেকেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা কর্মী এবং সমস্ত সরকারি সংস্থাকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার বিস্তারিত জানতে কাঠমান্ডু বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী দাহাল। আজ রোববার (১৫ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। ইয়েতি এয়ারলাইন্স দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। দুর্ঘটনাকবলিত প্লেনটি ইয়েতি এয়ারলাইন্সের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। বিমানবন্দর আপাতত বন্ধ রয়েছে। হতাহতের সংখ্যা নিয়ে প্রাথমিক কিছু স্পষ্ট ভাবে জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে। তবে জানা গেছে, বিমানকর্মী এবং যাত্রীসহ বিমানে মোট ৭২ জন ছিলেন। কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ৭৭ | আরোহী | নিয়ে | বিমান | বিধ্বস্ত | | | জরুরি | বৈঠক | ডেকেছেন | নেপালের | প্রধানমন্ত্রী