আর্কাইভ থেকে জাতীয়

রোকন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রোকন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

 

গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুরের বালুয়া বাজারে মিষ্টি বিক্রিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোকন সরদারকে হত্যা করা হয়।

এ ঘটনার পর গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ মূল আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

রোববার দুপুরে শহরের ডিবি রোডে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ বকসী সুর্য্যসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা, রোকন সরদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানান।

এসময় মানববন্ধন শেষে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করে বিক্ষোভকারীরা। পরে স্মারকলিপি প্রদান করেন তারা। 

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন রোকন | হত্যাকারীদের | গ্রেপ্তারের | দাবিতে | মানববন্ধন