গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুরের বালুয়া বাজারে মিষ্টি বিক্রিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোকন সরদারকে হত্যা করা হয়।
এ ঘটনার পর গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ মূল আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
রোববার দুপুরে শহরের ডিবি রোডে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ বকসী সুর্য্যসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা, রোকন সরদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানান।
এসময় মানববন্ধন শেষে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করে বিক্ষোভকারীরা। পরে স্মারকলিপি প্রদান করেন তারা।
মুনিয়া