আর্কাইভ থেকে ক্রিকেট

কোহেলির নতুন রেকর্ডের দিনে ভারতের সংগ্রহ ৩৯০

কোহেলির নতুন রেকর্ডের দিনে ভারতের সংগ্রহ ৩৯০
তিন ম্যাচ ওয়ান্ডে সিরিজে প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছে ভারত। তৃতীয় ও শেষ ওয়ান্ডে ম্যাচেও বিরাট কোহেলি ও শুভমন গিলের সেঞ্চুরিতে ৩৯০ রান তুলেছে তারা। রোববার ভারতের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। গিলের সঙ্গে তিনি ৯৫ রানের ওপেনিং জুটি গড়েন রোহিত।  ৪৯ বলে তিন ছক্কা ও দুই চারে ৪২ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর বিরাট ও গিল  মিলে গড়েন ১৩১ রানের জুটি। ৯৭ বলে খেলেন ১১৬ রানের এক দারুণ ইনিংস খেলে বিদায় হন গিল। ১৪টি চারের সাথে ছক্কা তোলেন দুটি। গিল আউট হলেও ব্যাট চালাতে থাকেন বিরাট কোহলি। ১১০ বলে ১৫০.৯১ স্ট্রাইক রেটে ১৩টি চারের শট ও আটটি ছক্কার সাহায্যে খেলেন ১৬৬ রানের ইনিংস। ওয়ানডে ফরম্যাটে ৪৬তম সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারকে (৪৯) ছোঁয়ার কাছাকাছি চলে এলেন তিনি। শুধু তাই নয় এই ইনিংসের মাধ্যমে মাহেলা জয়বর্ধনেকে টপকে ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা রান সংগ্রাহকদের তালিকায় পাঁচ নম্বরে চলে এসেছেন কোহলি। ২৬৮ ম্যাচে তার রান এখন ১২ হাজার ৭৩৫।

এ সম্পর্কিত আরও পড়ুন কোহেলির | নতুন | রেকর্ডের | দিনে | ভারতের | সংগ্রহ | ৩৯০