আর্কাইভ থেকে স্বাস্থ্য

‘ওসেক’ চালু হলে ইমার্জেন্সিতেই অর্ধেক রোগী সুস্থ হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

‘ওসেক’ চালু হলে ইমার্জেন্সিতেই অর্ধেক রোগী সুস্থ হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের প্রতিটি জেলা হাসপাতালে শিগগিরই ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা (ওসেক) খোলা হবে। এতে করে হাসপাতালে ৫০ শতাংশ মৃত্যু কমে আসবে। দেশের সব বড় হাসপাতালে ওসেক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা হাসপাতালে এই সেবা চালু করা হবে। এছাড়া যেসব হাসপাতালে বেশি রোগী সেবা নিতে আসেন, তা সম্প্রসারণ করার পরিকল্পনাও আমাদের আছে। বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা কেন্দ্র উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, একটি হাসপাতালে রোগীর সেবার মান নিশ্চিতের জন্য ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস খুবই জরুরি। যা এরইমধ্যে দেশের চারটি বড় হাসপাতালে খোলা হয়েছে। হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। জাহিদ মালেক বলেন, ওসেক চালু হলে ইমার্জেন্সিতেই অর্ধেক রোগী সুস্থ হয়ে উঠবে। এতে করে ইনডোরের রোগীর চাপ কমে যাবে। বেশি মানুষ সেবা পাবে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর চাপ কমে আসে। তিনি বলেন, স্বাস্থ্য সেবা মানুষের অধিকার। এজন্য সবাইকে কাজ করতে হবে। আমরা নতুন মেডিকেল কলেজ করছি, চারটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করছি। করোনার মধ্যেও আমরা কাজ করেছি। আটটি বিভাগে আটটি বিশেষায়িত হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। এতে করে রোগীদের জন্য সুবিধা হবে। তিনি আরও বলেন, দেশে আশঙ্কাজনক হারে অসংক্রামক রোগ বাড়ছে। এসব রোগে চিকিৎসার জন্য অসংখ্য মানুষ বিদেশে যায়। লোক তো যাবেই যদি আমরা চিকিৎসার ব্যবস্থা না করি। আমরা জনবল নিয়োগের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। শুধুমাত্র করোনার মধ্যেই দেশে প্রায় ৪৫ হাজার নতুন লোক নিয়োগ দিয়েছি। প্রমোশন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রমোশন নিয়ে আপনাদের অনেক অভিযোগ। দেরিতে প্রমোশন হয়। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে বসে এই সমস্যা সমাধান করেছি। এখন থেকে প্রমোশন নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন ওসেক | চালু | হলে | ইমার্জেন্সিতেই | অর্ধেক | রোগী | সুস্থ | হয়ে | উঠবে | স্বাস্থ্যমন্ত্রী