আর্কাইভ থেকে বাংলাদেশ

কাশ্মীরে বন্দুক হামলায় স্ত্রী, মেয়েসহ পুলিশ কর্মকর্তা নিহত

কাশ্মীরে বন্দুক হামলায় স্ত্রী, মেয়েসহ পুলিশ কর্মকর্তা নিহত

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছে বিশেষ পুলিশের সাবেক এক কর্মকর্তা, তার স্ত্রী ও মেয়ে। রোববার রাতে পুলওয়ামা জেলার অবন্তিপোরায় এই হামলার ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, রোববার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের হরিপরিগাম গ্রামে স্পেশাল পুলিশ অফিসার হিসেবে কর্মরত ফায়াজ আহমেদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে দুর্বৃত্তরা। এসময় গুরুতরভাবে গুলিবিদ্ধ হন ফায়াজ আহমেদ, তার স্ত্রী ও মেয়ে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

এদিকে, হামলায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এর আগে রোববার সকালে জম্মু বিমানবন্দরে বিমান বাহিনীর ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ড্রোন হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হয় দুই কর্মকর্তা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন কাশ্মীরে | বন্দুক | হামলায় | স্ত্রী | মেয়েসহ | পুলিশ | কর্মকর্তা | নিহত