আর্কাইভ থেকে জাতীয়

তীব্র যানজটে ভোগান্তিতে জনজীবন

তীব্র যানজটে ভোগান্তিতে জনজীবন
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব উপলক্ষে ঢাকার টঙ্গীতে জড়ো হচ্ছেন লাখো মানুষ। এর প্রভাবে রাজধানীর ঢাকা-ময়মনসিংহ সড়কে বিমানবন্দরগামী লেনে প্রচণ্ড যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিমানবন্দর এলাকা থেকে কুড়িল বিশ্বরোড এলাকা ছাড়িয়ে যায় আটকে থাকা গাড়ির সারি। সরেজমিনে দেখা গেছে, বনানী, বিমানবন্দর, উত্তরা ও কুড়িলে আটকে থাকা বিপুল সংখ্যক যাত্রীবাহী গাড়ি। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুরের সড়কে মাত্রাতিরিক্ত চাপ দেখা গেলেও ঢাকামুখী সড়কে যানবাহন কম রয়েছে। উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রচুর মানুষ গতকাল রাত থেকে ইজতেমায় যোগ দিতে আসছেন। এ ছাড়া সপ্তাহের শেষ কর্মদিবসে গাড়ির চাপ এমনিতেই বেশি থাকে। তবে সড়কের যানজট পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তা বলা যাচ্ছে না। প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি)। প্রথম পর্ব শেষ হওয়ার চার দিন পর শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের ইজতেমা। রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে (সা’দ অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন।

এ সম্পর্কিত আরও পড়ুন তীব্র | যানজটে | ভোগান্তিতে | জনজীবন