আর্কাইভ থেকে ক্রিকেট

জাতীয় দলে আসা উচিত ম্যাশের!

জাতীয় দলে আসা উচিত ম্যাশের!
বাংলাদেশ ক্রিকেটের কাপ্তান মাশরাফি। বয়সটা ৩৯ পেরিয়ে গেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের।দীর্ঘ সময় ধরে আছেন জাতীয় দলের বাইরে। ঘরোয়ারা ক্রিকেটেও খেলছেন অনিয়মিত ভাবেই। বিপিএলে মাঠে নামার আগেও প্রায় ৮ মাস ছিলেন বল থেকে দুরে। তবুও চলতি বিপিএলে করে যাচ্ছেন চোখ ধাঁধানো পারফর্ম। ঢাকার প্রথম পর্ব এবং চট্টগ্রাম পর্ব শেষ করে তার দল সিলেট এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ ম্যাচ খেলে নিয়েছেন নিয়েছেন ৯ উইকেট। যা চলতি বিপিএলে সর্বচ্চো। এরমধ্যে তো ১ ম্যাচে করেছেন কেবল শেষ একটি ওভার। ইকোনমিও মাত্র ৬.৭৫। প্রতি ১৩ বলে নিয়েছেন একটি করে উইকেট।   উইকেট শিকারের দিক থেকে দুইয়ে থাকা হাসান মাহমুদের উইকেটসংখ্যা ৭টি। ইকোনমি বা স্ট্রাইক রেট দুই দিক দিয়ে ম্যাশের থেকে পিছিয়ে তিনি।   আরও পড়ুনঃ বন্ধুকে বিশ্বাস করে ৫৭ লাখ টাকা হারালেন যাদব   আর তাই তো মাশরাফির এমন পারফরম্যান্স পর সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল মনে করেছেন  ম্যাশের আবার জাতীয় দলে সুযোগ পাওয়া উচিৎ। আজ রবিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে বন্ধু মাশরাফিকে নিয়ে কথা বলেন আশরাফুল। তিনি বলেন, চলতি বিপিএলের  মাশরাফি যেভাবে পারফরম্যান্স করছে তার জাতীয় দলে ফিরে আসা উচিত। কিন্তু মাশরাফি জাতীয় দলের হয়ে খেলবেন কিনা এই সিদ্ধান্ত সম্পূর্ণ  মাশরাফীর ওপর নির্ভর করছে।   আরও পড়ুনঃ অবসর নিয়ে মোহাম্মদ আশরাফুলের ভাবনা

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয় | দলে | আসা | উচিত | ম্যাশের