আর্কাইভ থেকে শেয়ারবাজার

কঠোর লকডাউনে পুঁজিবাজারে লেনদেন হবে ৪ দিন

কঠোর লকডাউনে পুঁজিবাজারে লেনদেন হবে ৪ দিন

সরকার ঘোষিত কঠোর লকডাউন বা বিধিনিষেধের সময় সাপ্তাহিক দুই দিন ছুটির সাথে প্রতি রোববার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এর কারণে পুঁজিবাজারে লেনদেন একদিন কমে সপ্তাহে চার দিন হবে।

ডিএসই সুত্রে জানা গেছে, করোনাকালীনে সময়ে বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সাথে প্রতি রোববারও ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

যেহেতু ব্যাংকিং কার্যক্রমে সাথে পুঁজিবাজার লেনদেন জড়িত। তাই কঠোর বিধিনিষেধ চলাকালে প্রতি রোববার পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে। আর এতে করে কঠোর বিধিনিষেধের সময় সপ্তাহের চার দিন চলবে পুঁজিবাজারে লেনদেন।

এদিকে কঠোর লকডাউনেও পুঁজিবাজার খোলা থাকায় স্টক এক্সচেঞ্জ, ব্রোকারহাউজসহ স্টেকহোল্ডার সংশ্লিষ্টদেরকে চলাচল সহজ করতে এক ধরনের ‘মুভমেন্ট পাস’ ইস্যু করেছে বিএসইসি। এই পাস দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা-কর্মচারিরা লকডাউনকালীন সময়ে চলাফেরা করতে পারবেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন কঠোর | লকডাউনে | পুঁজিবাজারে | লেনদেন | হবে | ৪ | দিন