আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ বিষয়ে বার্মিংহামের পুলিশ অফিসার ট্রুম্যান ফিটজেরাল্ড বলেন, একাধিক বন্দুকধারী শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় একদল লোকের উপর গুলিবর্ষণ করলে এই ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে দুই পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করেছেন। নিহত চতুর্থ ব্যক্তি হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা যায়। গোয়েন্দারা এই ঘটনার তদন্ত করছে।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে