যুক্তরাষ্ট্রে আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এ বিষয়ে বার্মিংহামের পুলিশ অফিসার ট্রুম্যান ফিটজেরাল্ড বলেন, একাধিক বন্দুকধারী শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় একদল লোকের উপর গুলিবর্ষণ করলে এই ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে দুই পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করেছেন। নিহত চতুর্থ ব্যক্তি হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা যায়। গোয়েন্দারা এই ঘটনার তদন্ত করছে।
এনএস/