যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ধসে পড়া বহুতল ভবন থেকে এখনো জীবিত মানুষের সন্ধান পাওয়া সম্ভব বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভবন ধসে নিহত ও নিখোঁজদের পরিবারের সঙ্গে দেখা করার সময় এমন মন্তব্য করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শোকগ্রস্ত পরিবারকে বাইডেন বলেন, এখনো জীবিত লোক থাকতে পারে। সে কারণে আরো এক মাস উদ্ধার তৎপরতা অব্যাহত রাখতে ফেডারেল তহবিল থেকে অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি ভবনটি ধসে পড়ার কারণও খুঁজে বের করারও আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, এই ঘটনায় আপনাদের মতো আমরাও খুবই দুঃখ ও শোকাহত দিন পার করছি।
এরই মধ্যে ফ্লোরিডার মায়ামিতে বহুতল ভবন ধসের এক সপ্তাহ পার হয়ে গেছে। ভবনের ধ্বংসস্তুপ থেকে মোট ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৪৫ জন। ভবনটির অবশিষ্ট অংশ ভেঙে পড়ার আশঙ্কায় ১৫ ঘন্টা উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয়। পরে বৃহস্পতিবার বিকেল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়েছে।
এদিকে মিয়ামি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে ভবনটির অবশিষ্ট অংশ ভেঙে ফেলার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
গেল ২৪ জুন মায়ামির পার্শ্ববর্তী সার্ফসাইড এলাকায় ১২ তলা ভবনটি ধসে পড়ে।
এসএন