আর্কাইভ থেকে অপরাধ

নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৬

নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে এক আওয়ামীলীগ নেতার বাড়িতে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় ৬ জন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সমর্থকরা আওয়ামীলীগ নেতা আবদুল গনির বাড়িতে হামলা চালায়। প্রায় ১ঘন্টা যাবত হামলায় ৬ জন গুলিবিদ্ধ সহ আহত ১০ জন।

আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গুলিবিদ্ধরা হলো, মো: বাহার, সবুজ, রুবেল, ইউছুফ, ইলিয়াছ, ফিরোজসহ ৬ জন এবং অন্য আহতরা হলো, কামাল, রাজ্জাক, হেলালমেম্বার, নুরনবীসহ ৪জন।

আহতরা সবাই বসুরহাট পৌর মেয়র মির্জা কাদেরের সমর্থক এবং হামলাকরীরা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারী। চরএলাহী ইউনিয়নের সাধারন সম্পাদক আবদুল গনি জানান, চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল রাজ্জাকের নেতৃত্বে তার লোকজন আমার বাড়ীতে গুলি ও হামলা চালায়। চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল রাজ্জাকে সাথে এ  বিষয়ে ফোনে কথা বললে তিনি পরে  কথা বলবে বলে ফোন কেটে দেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো: সাইফুদ্দিন আনোয়ার জানান, পুলিশ হামলার খবর পেয়ে ,ঘটনাস্থলে পৌছে গুলিবৃদ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন নোয়াখালীতে | আলীগ | নেতার | বাড়িতে | হামলা | গুলিবিদ্ধ | ৬