আর্কাইভ থেকে বলিউড

‘পাঠান’ নিয়ে ভিন্ন বুলি কঙ্গনার

‘পাঠান’ নিয়ে ভিন্ন বুলি কঙ্গনার
নিত্যনতুন নজির গড়ায় ‘পাঠান’-এর সাফল্যে যখন আশার আলো দেখছে গোটা বলিউড, সেই সময় অন্য বুলি কঙ্গনার। বিশ মাসের নির্বাসন কাটিয়ে টুইটারে ফিরেছেন কঙ্গনা রানাওয়াত। তারপর থেকেই একের পর এক বোমা ফাটাচ্ছেন তিনি। সমাজমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্যের জন্য বন্ধ করে দেয়া হয় তার টুইটার অ্যকাউন্ট। তবে আবারও স্বমহিমায় বলিউডের ‘কুইন’। ‘পাঠান’ মুক্তির পর একের পর এক মন্তব্য করেছেন তিনি। তার দাবি ছিল, ছবিটি নিয়ে অহেতুক মাতামাতি হচ্ছে। বক্স অফিসে কত আয় হল, তা দিয়ে ছবির গুণাগুণ বিচার হচ্ছে। নিত্যনতুন নজিরের ভিড়ে কঙ্গনা বলছেন ভিন্ন কথা। এবার আর বলিউড তারকা নয়, কঙ্গনার ক্ষোভ কি ভারতীয়দের প্রতি!
পাঠান
পাঠান
চারিদিকে ‘পাঠান’-এর জয়জয়কার। প্রতিদিনই নতুন নজির গড়ছে এই ছবি। মাত্র ৪ দিনেই ৪০০ কোটির অঙ্ক ছুঁয়েছে এ ছবি। বিশ্লেষণ চলেছে এই ছবির বক্স অফিস কালেকশন নিয়ে। আর তাতেই কঙ্গনার টুইটে লেখেন, ‘‘চারপাশে যে পরিসংখ্যান দেখছি, তা বেশ ভালই। এ দেশে খান ও মুসলিম তারকাদের প্রতি ভালবাসার মাত্রা যে একটু বেশি, তা বলার অপেক্ষা রাখে না। তাই ভারতকে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র মোটেই বলা যায় না। আমি তো বলব, ভারতের মতো আর কোনও দ্বিতীয় দেশ নেই।’’
কঙ্গনা
কঙ্গনা
কঙ্গনার এই টুইটে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অন্য টুইটার ব্যবহারকারীরা। কারও কথায়, ‘‘কঙ্গনা শুধুই দৃষ্টি আকর্ষণ করতে চান।’’ কেউ লিখেছেন, ‘‘আপনি কি তা হলে এ দেশের নাগরিক নন! কারণ ছাড়াই খানদের আক্রমণ করা কি আপনার স্বভাব?’’ এ প্রথম নয়, কঙ্গনার মন্তব্যকে ঘিরে বার বার বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে কারও কথায় দমে যাওয়ার পাত্রী যে তিনি নন, তার প্রমাণও মিলেছে বার বার।

এ সম্পর্কিত আরও পড়ুন পাঠান | নিয়ে | ভিন্ন | বুলি | কঙ্গনার