আর্কাইভ থেকে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় তিনজন ও উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুলাই) সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, আলমডাঙ্গা উপজেলার নওদা পাড়ার আব্দুস সাত্তারের ছেলে শুকুর আলী (৪০), জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের নূরুন নাহার (৭০) ও চুয়াডাঙ্গা পলাশপাড়ার জিন্নাত আলী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

অপরদিকে সর্দি-কাশি ও জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে সদর উপজেলার শঙ্করচন্দ্রপুর গ্রামের কফিকুল ইসলামের স্ত্রী আমেনা বেগম (৫৫), কুষ্টিয়া ইবি থানার মনোহরদিয়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী শ্যামলী খাতুন (৫৬) ও দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বিশারত আলীর মেয়ে আয়েশা খাতুন (২৮) মারা গেছেন।

ডা. এএসএম মারুফ হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ছয়জন, আলমডাঙ্গায় পাঁচজন ও জীবননগরে তিনজন।

জেলায় এখন পর্যন্ত তিন হাজার ৫১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৩০৬ জন। মারা গেছেন ৯৬ জন।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন চুয়াডাঙ্গায় | করোনা | ও | উপসর্গে | আরও | ৬ | জনের | মৃত্যু