আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ক্যানসারে আক্রান্ত ‘দাদার’ চিকিৎসার খরচ জোগাতে ২০টি গাড়ি চুরি

ক্যানসারে আক্রান্ত ‘দাদার’ চিকিৎসার খরচ জোগাতে ২০টি গাড়ি চুরি
ভারতের দিল্লিতে গ্যাংয়ের চাঁই নামে একজন বেসরকারি হাসপাতালে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আক্রান্ত ‘দাদা’র হাসপাতালের খরচ জোগাতে, এক মাসে ২০টি গাড়ি চুরি করলেন ওই গ্যাংয়েরই চার সদস্য। চারজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম হলো লাকি, সফিক, মজিম আলি এবং রাম সঞ্জীবন। পুলিশ জানায়, গত এক মাসে চার অভিযুক্ত এনসিআর এলাকা থেকে এসএউভি-সহ কমপক্ষে ২০টি গাড়ি চুরি করে সেই গাড়িগুলির যন্ত্রাংশ বিক্রি করে দেন। কিন্তু দশ  দিন আগে পুলিশের বিশেষ দলের হাতে তারা হাতেনাতে ধরা পড়েন৷ জিজ্ঞাসাবাদের সময় তারা জানান, তাদের গ্যাং লিডার ‘দাদা’ আশিস ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এবং চিকিৎসা বাবদ প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। সেই টাকা জোগাড় করতেই তারা গাড়ি চুরির পথ বেছে নেয়। এনসিআর (দক্ষিণ-পশ্চিম)-এর ডিসিপি (ক্রাইম) মনোজ সি বলেন, “আমরা চুরি যাওয়া গাড়ির ৫০ টিরও বেশি ভাঙা অংশ একটি গোডাউন থেকে উদ্ধার করেছি। চোরদের গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ওদের গ্যাং লিডার আশিস ওরফে আশু হাসপাতালে লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (ব্লাড ক্যানসার) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। গেলো বছরের ১৭ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসার খরচ চালাতেই আশিসের গ্যাংয়ের চার সদস্য গাড়ি চুরি করে বিক্রি করছিল। অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও আশিসকে এর আগে কোনও মামলায় গ্রেপ্তার করা হয়নি।’’ তিনি জানান, আশিস পরোক্ষ ভাবে গাড়ি চুরির মামলায় যুক্ত থাকলেও হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। এর আগে আশিস হরিয়ানায় মদ পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানায় পুলিশ। তিনি আরও জানায়, ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে আরও বেশ কয়েকজন এই চক্রের অংশ। তাদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের খুঁজে বার করতে অভিযান চালানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ক্যানসারে | আক্রান্ত | দাদার | চিকিৎসার | খরচ | জোগাতে | ২০টি | গাড়ি | চুরি