আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

অ্যামাজনের সিইও’র পদ ছাড়লেন জেফ বেজোস

অ্যামাজনের সিইও’র পদ ছাড়লেন জেফ বেজোস
আন্তর্জাতিক ই-কমার্স সাইট অ্যামাজনের সিইও’র পদ থেকে সরে গেলেন জেফ বেজোস। দীর্ঘ ২৭ বছর এই পদ সামলেছেন তিনি। ছোট অনলাইন বই বিপণন সংস্থা থেকে অ্যামাজনকে তিনি দাঁড় করিয়েছেন বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স সংস্থায়। এক রুমের অফিস থেকে এখন তার ১৬৭ বিলিয়ন ডলারের সাম্রাজ্য। বর্তমানে এর বাজার মূল্য ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। ২০২০ সালে এর বার্ষিক রেভিনিউ ছিল ৩শ’ ৮৬ বিলিয়ন ডলার। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, অ্যামাজন ছেড়ে এবার তাঁর মহাকাশ গবেষণা সংস্থাটির দিকে মন দিতে চান বেজোস। তাই অ্যান্ডি জ্যাসির হাতে সিইও’র দায়িত্ব তুলে দিয়ে গেলেন তিনি। সমাজসেবামূলক কাজ করারও ইচ্ছে আছে তার। ব্রুকিং ইনস্টিটিউশন অফ টেকনোলজি ইনোভেশন সংস্থার ফেলো ডারেল ওয়েস্ট বলছেন, বেজোস এমন এক নেতা যিনি সব কিছু পালটে দিয়েছেন। বই বিক্রি, রিটেল মার্কেট, ক্লাউড কম্পিউটিং, হোম ডেলিভারি-সব কিছুর ভোল পালটে দিয়েছেন তিনি। আজ ক্রেতারা যে সুবিধাগুলো পায় তার সবই বেজোসের দেওয়া। অ্যামাজন ছাড়লেও সংস্থাটির এক্সিকিউটিভের দায়িত্বের পাশাপাশি প্রযুক্তি ও ই-কমার্স সংস্থার সব থেকে বড় শেয়ারের মালিকানা থাকছে বেজোসের কাছে। এবার নিজের মহাকাশ গবেষণা সংস্থার দিকে মনোযোগী হবেন বেজোস। এর অংশ হিসেবে বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণ শুরুর পরিকল্পনা রয়েছে তার সংস্থা ব্লু অরিজিনের। আগামী ২০ জুলাই মহাকাশে যাচ্ছেন বেজোস ও তার ভাই। মহাকাশযাত্রার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিমূলক, সামাজিক কাজ এবং চলচ্চিত্র তৈরির দিকে নজর দিচ্ছেন তিনি।   এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন অ্যামাজনের | সিইওর | পদ | ছাড়লেন | জেফ | বেজোস