সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের দুটি পৃথক অভিযানে এক হাজার আটশত উনত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেট সাথে মাদক বিক্রির ৪২,৫৯০ টাকা সহ পৃথক অভিযানে ২কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৩ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পৌর সদরের শেরপুর গ্রামে সাজুর বাড়ীতে অভিযান চালিয়ে উপজেলার সমধল (নোয়াগাঁও) গ্রামের মৃত বারেক উল্লাহ এর ছেলে আলী হোসেন (৪২), আরেক মাদক ব্যবসায়ী সাজুর স্ত্রী ববিতা বেগম (২৫)কে গ্রেফতার করা হয়। এ সময় এক হাজার আটশত উনত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪২,৫৯০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সাজু পালিয়ে যায়। পরে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পৃথক অভিযানে উপজেলার পাইলগাঁও ইউনিয়নে এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দিবাগত রাতে পাইলগাঁও গ্রামের দক্ষিণ পাড়ার ছমেদ আলীর বাড়ীতে অভিযান চালিয়ে ছমেদ আলীর স্ত্রী মাদক ব্যবসায়ী দিলারা বেগম মস্তরাকে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট ছমেদ আলী পালিয়ে যায়। মাদক উদ্ধার করে মাদক আইনে পলাতক আসামীসহ মস্তরার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, আমাদের থানা পুলিশের পৃথক অভিযানে এক হাজার আটশত উনত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেট সাথে মাদক বিক্রির ৪২,৫৯০ টাকা ও আরেক অভিযানে ২কেজি ২০০ গ্রাম গাঁজা সহ মোট ৩জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আজ সুনামগঞ্জ কোর্টেও প্রেরণ করা হয়েছে।