আর্কাইভ থেকে আবহাওয়া

আজ দুপুরে নামতে পারে বৃষ্টি

আজ দুপুরে নামতে পারে বৃষ্টি

আজ দুপুরে রাজধানী ঢাকায় নামতে পারে বৃষ্টি। এছাড়া সারাদেশের বিভিন্ন স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস এসব তথ্য জানান।

তিনি বলেন, গত কয়েকদিনের বৃষ্টির ধারাবাহিকতা আজও থাকতে পারে। তবে বৃষ্টি কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় বৃষ্টি হতে পারে দুপুরের দিকে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪২ মি.মি.। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন আজ | দুপুরে | নামতে | পারে | বৃষ্টি