আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

নিউইয়র্কে বন্দুক হামলা ঠেকাতে দুর্যোগকালীন জরুরি আদেশ

নিউইয়র্কে বন্দুক হামলা ঠেকাতে দুর্যোগকালীন জরুরি আদেশ

যুক্তরাষ্ট্রে ক্রমাগত বন্দুক সহিংসতা মোকাবিলায় দুর্যোগকালীন জরুরি আদেশ ঘোষণা করতে যাচ্ছে নিউইয়র্ক। প্রথমবারের মত এ ধরনের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের কোনও অঙ্গরাজ্য। নিউইয়র্কে ক্রমবর্ধমান সহিংসতারোধে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে ইতোমধ্যে সই করেছেন মেয়র আন্দ্রেও কুমো।

মার্কিন গণমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের তিনদিনের ছুটিতে প্রায় দুই শ' বন্দুক সহিংসতা ঘটেছে। এর মধ্যে নিউইয়র্কেই ৫১টি বন্দুক হামলা হয়েছে। অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা বাস্তবায়নে বরাদ্দ করা হয়েছে ১৩ কোটি ৮০ লাখ ডলারের বেশি বাজেট।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, নিউইয়র্কে গেল বছরের তুলনায় চলতি বছরের মার্চে সহিংসতা ২৫ শতাংশ বেড়েছে। এসবের মধ্যে বেশিরভাগই বন্দুক হামলা। গেল মাসের শেষে সংহিংসতা রোধে হোয়াইট হাউজের একটি কৌশল উন্মুক্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যাতে দুর্বৃত্ত, বন্দুক ব্যবসায়ী ও আগ্নেয়াস্ত্র পাচারকে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা রয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন নিউইয়র্কে | বন্দুক | হামলা | ঠেকাতে | দুর্যোগকালীন | জরুরি | আদেশ