আর্কাইভ থেকে বিএনপি

চলে গেলেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি

চলে গেলেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার এনামুল করিম শহীদ মারা গেছেন।

মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টা ২৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

এ তথ্য নিশ্চিত করেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এনামুল করিম হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এনামুল করিম। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় হলেও তিনি নিজ পরিবার নিয়ে পৌর শহরের থানাপাড়া বসবাস করতেন।

তিনি দেলদুয়ারের মওলানা আবদুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও টাঙ্গাইলের লর্ড ব্যাডেন পাউয়েল খ্যাত সাবেক জেলা স্কাউট লিডার, লৌহজং নদী রক্ষা আন্দোলন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন চলে | গেলেন | ছাত্রদলের | প্রতিষ্ঠাতা | সভাপতি