আর্কাইভ থেকে ক্রিকেট

প্রথম দিন শেষে লিটনের পাঁচ রানের আক্ষেপ

প্রথম দিন শেষে লিটনের পাঁচ রানের আক্ষেপ

জিম্বাবুয়ের মাটিতে আট বছর পর টেস্ট খেলতে নেমে অম্ল-মধুর একটি দিন কাটিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে বোলারদের সামনে ব্যাটসম্যানদের অসহায়ত্বের দিনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন মমিনুল, লিটন এবং রিয়াদ। শেষ পর্যন্ত প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৯৪ রানে থেমেছে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে সাত ওভার আগেই আম্পায়াররা খেলা বন্ধ করেন। 

সকালে হারারেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মমিনুল হক। ব্যাটিংয়ে নেমেই কোনও রান করার আগেই প্যাভিলিয়নে ফিরে যান সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত করেন মাত্র ২ রান। মাত্র ৮ রানে দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর ক্রিজে আসেন অধিনায়ক মমিনুল।

মমিনুল এং ওপেনার সাদমান মিলে শুরুর ধাক্কা প্রাথমিকভাবে সামাল দেন। তবে মধ্যাহ্ন বিরতির আগেই ওপেনার সাদমান ইসলাম ফিরে যান । ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ বেশ বিপদেই পড়ে। এরপর অভিজ্ঞ মুশফিক এবং মমিনুল মিলে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত টেনে নিয়ে যান। মধ্যাহ্ন বিরতিতে থেকে ফিরেই ব্লেসিং মুজারাবানির বলে এলবির ফাঁদে পড়েন মুশফিক। এরপর দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা সাকিব ৫ বলে ৩ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন।

সাকিবের বিদায়ে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর অধিনায়ক মমিনুল এবং লিটন দাস। ব্যক্তিগত ৭০ রানে অধিনায়ক মুমিনুল ফিরে গেলেও অপরপ্রান্তে লিটন দাস একাই দাঁড়িয়ে যান। পরে দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা মাহমুদউল্লাহকে নিয়ে লিটন ব্যাটিং বিপর্যয় এড়িয়ে বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে শুরু করেন। সপ্তম উইকেটে তারা দুইজনে গড়ে তোলেন ১৩৮ রানের জুটি। তবে সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থাকতে থামেন লিটন দাস। 

লিটনের বিদায়ের পর পরই কোনও রান না করে আউট হন মেহেদি হাসান মিরাজ। এরপর তাসকিন নিয়ে বাকি সময়টুকু বিপদ ছাড়াই কাটিয়ে দেন মাহমুদউল্লাহ। আলোকস্বল্পতার কারণে সাত ওভার বাকি থাকতেই দিনের খেলার ইতি টানেন আম্পায়ার।

জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি তিনটি, ডোনাল্ড তিরিপানো এবং ভিক্টর নিওয়াচি দুইটি করে উইকেট শিকার করেন। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন প্রথম | দিন | শেষে | লিটনের | পাঁচ | রানের | আক্ষেপ