আর্কাইভ থেকে অপরাধ

সাড়ে ৬১ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি সহ দুজন গ্রেপ্তার

সাড়ে ৬১ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি সহ দুজন গ্রেপ্তার

রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে সাড়ে ৬১ লাখ টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প ও বাংলাদেশ কোর্ট ফি এবং এগুলো তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তারা হলেন, আব্দুর রহমান হাওলাদার (২২) ও মো. আবুল কালাম শিকদার (৩৩)।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে র‌্যাব -১০ এর একটি দল রাজধানী ঢাকার কোতয়ালির তাঁতিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

বিকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান সংবাদ সম্মেলনে জানান, তাদের কাছ থেকে ৬১ লাখ ৫৬ হাজার টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল বাংলাদেশ কোর্ট ফি এবং সেগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি বলেন, “প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুত ও বিপণনকারী চক্রের সক্রিয় সদস্য।

“তারা বেশ কিছুদিন যাবৎ এই জাল কোর্ট ফি ও রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুত ও সরবরাহ করে আসছিল।“

তিনি আরও বলেন, “আব্দুর রহমান হাওলাদারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় দুই কোটি ১১লাখ ৭২ হাজার টাকা সমমুল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প ও জাল কোর্ট ফি তৈরি এবং সরবরাহ করার অপরাধে একটি মামলা রয়েছে। “এই মামলার পলাতক আসামী সে।“

এক প্রশ্নের জবাবে ঊর্ধ্বতন এই র‌্যাব কর্মকর্তা জানান, চক্রটি ৪ লাখ টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প মাত্র ৩২ হাজার টাকায় বিক্রি করত।

তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন সাড়ে | ৬১ | লাখ | টাকার | জাল | রেভিনিউ | স্ট্যাম্প | ও | কোর্ট | ফি | সহ | দুজন | গ্রেপ্তার