চাকরির খবর

৪৩তম বিসিএস থেকে সহকারী শিক্ষক হলেন ১৩৮ জন

৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে নন-ক্যাডারে ১৩৮ জনকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ দিয়েছে সরকার

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নিয়োগ ও পদায়নের পৃথক  আদেশ জারি করে।

এতে বলা হয়, জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে ৪৯ জন, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক পদে ৩৪ জন, ভূগোল বিষয়ের সহকারী শিক্ষক পদে ৪০ জন এবং ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক পদে ১৫ জন নিয়োগ পেয়েছেন।

নিয়োগপ্রাপ্তদের আগামী ৭ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগ দিতে বলা হয়েছে। যথাসময়ে উপস্থিত না হলে, নিয়োগপ্রাপ্তরা যোগদানে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তাদের নিয়োগ বাতিল বলে গণ্য হবে

প্রসঙ্গত, সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার) জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে দশম গ্রেডে বেতন পাবেন তাঁরা। এ গ্রেডে বেতন স্কেল হলো ১৬,০০০৩৮,৬৪০ টাকা।

আই/এ 

এ সম্পর্কিত আরও পড়ুন বিসিএস | ৪৩