আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু আট হাজারের বেশি

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু আট হাজারের বেশি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে আট হাজার ২৬৫ জন। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে চার লাখ ৯০ হাজার মানুষের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারে তথ্য অনুযায়ী, দৈনিক মৃত্যু ও সংক্রমণে এখনো শীর্ষে রয়েছে ব্রাজিল। শুক্রবার দেশটিতে মারা গেছে ১৪শ’ জনের বেশি। একইদিনে ৫৮ হাজারের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে।

 

১৩ দিন পর শুক্রবার করোনাভাইরাসে আবারও ১২শ’ জনের বেশি মৃত্যু দেখেছে ভারত। বাড়ছে ভাইরাসটির বিস্তারও। একদিনেই সাড়ে ৪২ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা।

ইন্দোনেশিয়ায় আগের চেয়ে কিছুটা কমেছে মৃত্যু। তারপরও গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ৮৭১ জন। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৮ হাজারের বেশি।

শুক্রবার করোনায় ৭২৬ জনের মৃত্যু লিপিবদ্ধ করেছে রাশিয়া।

কলম্বিয়ায় গেল ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা পৌঁনে ছয় শ’।

এদিকে করোনার সংক্রমণ আবারো বেড়ে গেছে দক্ষিণ কোরিয়ায়। শুক্রবার টানা তৃতীয় দিনের মতো রেকর্ড পরিমাণ শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩৭৮ জন। বৃহস্পতিবার শনাক্ত হয় এক হাজার ৩১৬ জন।

করোনা বেড়েছে থাইল্যান্ডেও। সোমবার থেকে রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।  

বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৪০ লাখ ৩৫ হাজার মানুষ মারা গেছে। আর মোট শনাক্ত ১৮ কোটি ৬৮ লাখের বেশি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | একদিনে | করোনায় | মৃত্যু | আট | হাজারের | বেশি