আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বাইডেন

রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বাইডেন

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা প্রতিরোধে যেকোনো ধরনের ব্যবস্থা নেবে ওয়াশিংটন ডিসি। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসের উদ্বৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সাইবার হামলার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি একটি হামলা দেশটির এক হাজার ৫শ’ কোম্পানিকে কার্যত অকার্যকর করে দিয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার দীর্ঘসময় ফোনালাপ করেন বাইডেন-পুতিন।

পুতিনের সঙ্গে ফোনালাপের পর সাংবাদিকদের প্রেসিডেন্ট বাইডেন বলেন, রুশ ভূখণ্ড থেকে যখন যুক্তরাষ্ট্রে সাইবার হামলা হয় তখন ওয়াশিংটন আশা করতেই পারে, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে পুতিন প্রশাসন। এমনকি হামলায় রাষ্ট্র জড়িত না থাকলেও। আমি এটাই স্পষ্ট করে বলে দিয়েছি প্রেসিডেন্ট পুতিনকে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় থেকে জানানো হয়, অপরাধীদের কর্মকাণ্ড দমনে রুশ কর্তৃপক্ষ প্রস্তুত থাকলেও গেল মাসে সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো দপ্তর থেকে কোনো তথ্যই পায়নি মস্কো।

তবে মস্কোর এই দাবি প্রত্যাখ্যান করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, সাইবার হামলা নিয়ে কয়েকবার রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বাইডেন প্রশাসন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়ার | বিরুদ্ধে | ব্যবস্থা | নেওয়ার | হুঁশিয়ারি | দিলেন | বাইডেন