আর্কাইভ থেকে জাতীয়

লকডাউন সরকারি অফিসের জন্য নতুন নির্দেশনা

লকডাউন সরকারি অফিসের জন্য নতুন নির্দেশনা

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধিনিষেধ চলাকালীন সরকারি অফিসের দাপ্তরিক কাজের জন্য নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, করোনাকালে বন্ধ থাকা সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চুয়ালি সম্পন্ন করতে হবে। এ বিষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ রোববার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম সই করা এক চিঠি এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে।

এক্ষেত্রে সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন লকডাউন | সরকারি | অফিসের | জন্য | নতুন | নির্দেশনা