আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতের মুম্বাইয়ে প্রবল বৃষ্টিতে ভূমিধসে ২৫ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ে প্রবল বৃষ্টিতে ভূমিধসে ২৫ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই নগরীতে চেমবুর ও বিক্রোলি এলাকায় প্রবল বৃষ্টিতে কয়েকটি বাড়ির দেয়াল ভেঙে মারা গেছে অন্তত ২৫ জন। শনিবার গভীর রাতে চেমবুরের ভারত নগর এলাকায় একটি বাড়ি ও রোববার সকালে বিক্রোলির সুরিয়া নগরে আরেকটি ভবন ধসে পড়ে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিধসের ঘটনায় অন্তত চার থেকে পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। চেমবুরে ধ্বংসস্তূপ থেকে সাতজনের মৃতদেহ বের করে আনা হয়। আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করা হয়। আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিক্রোলিতে দোতালা একটি আবাসিক ভবন ধসে মারা যায় অন্তত তিনজন। সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে আহত অবস্থায় নয়জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

ভারতের দুর্যোগ মোকাবেলা বাহিনী ও মুম্বাই পুলিশ জানিয়েছে, দুইটি স্থানেই ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকা পড়ে রয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত মুম্বাই ও এর আশপাশের এলাকায় টানা কয়েক ঘণ্টায় ১৫৬ দশমিক ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে মুম্বাইয়ের নিচু এলাকাগুলো পানিতে পানিতে তলিয়ে যায়। কয়েকটি জায়গায় ভূমিধসও হয়েছে।

নগরীর বোলিভালির পূর্ব এলাকাগুলোতে কয়েকটি গাড়ি পানিতে ভেসে যায়। নগরীর বিভিন্ন এলাকা ডুবে যাওয়ায় কোনো কোনো লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিঘ্ন ঘটছে দূরপাল্লার ট্রেন চলাচলেও। শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করে মানুষকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। 

মুম্বাইয়ে আরো পাঁচদিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | মুম্বাইয়ে | প্রবল | বৃষ্টিতে | ভূমিধসে | ২৫ | জনের | মৃত্যু