আর্কাইভ থেকে বাংলাদেশ

বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট দিলো জিম্বাবুয়ে

বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট দিলো জিম্বাবুয়ে

চাকাভা, সিকান্দার রাজা ও রায়ান বার্লের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্যমাত্রা দিলো স্বাগতিক জিম্বাবুয়ে। 

প্রথমদিকে দ্রুত উইকেট হারালেও চাকাভার ৯১ বলে ৭ চার ও ১ ছয়ে ৮৪ রান, শেষ দিকে সিকান্দার রাজার ৫৪ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৭ রান এবং রায়ান বার্লের ৪৩ বলে ৪ চার ও ৪ ছয়ে ৫৯ রানের ইনিংসের কল্যাণে ২৯৮ রান করতে সক্ষম হয়।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান ৩টি করে, মাহমুদউল্লাহ ২টি এবং তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান ১টি করে উইকেট লাভ করেন।

এর আগে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে দুপুর দেড়টায় খেলাটি শুরু হয়। খেলাটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি। 

এই ম্যাচ দিয়ে ১৪ বছরের ক্যারিয়ারের দুইশ ওয়ানডের ল্যান্ডমার্কে প্রবেশ করবেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক, মাশরাফী, সাকিব, তামিমের পর পঞ্চম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে চলেছেন ক্রাইসিস ম্যান। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | সামনে | পাহাড়সম | টার্গেট | দিলো | জিম্বাবুয়ে