আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে ফোন দিলেই পৌঁছে যাবে অক্সিজেন

ফুলবাড়ীতে ফোন দিলেই পৌঁছে যাবে অক্সিজেন

দেশে মরণঘাতি করোনা সংক্রামণ ও মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে অক্সিজেনের সংকটের দেখা দিয়েছে। ফলে করোনা আক্রান্ত রোগীরা অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে প্রতিনিয়তই মৃত্যুবরণ করছেন।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অক্সিজেনের অভাবে কোন রোগী যাতে শ্বাসকষ্টে মৃত্যু না হয় সেজন্য করোনা আপডেট কুড়িগ্রাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগীতায় ফোন করলেই ফুলবাড়ী উপজেলায় বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিবেন ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

ইতোমধ্যেই সংগঠনটি ফ্রি অক্সিজেন সিলিন্ডারসহ সব ধরণের ইকুইপমেন্ট সরবরাহ কার্যক্রম শুরু করেছেন। ফোন করলেই করোনা আক্রান্ত মূমুর্ষূ রোগীর বাড়ী বাড়ী অক্সিজেন পৌঁছে দিবেন সংগঠনটির সদস্যরা।  

সংগঠনটির সদস্য মেহেদী হাসান ও এনামুল হক বসুনিয়া জানান, আমাদের সংগঠনটির মূল উদেশ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। তাই শুধু করোনা রোগীদের অক্সিজেন পৌঁছে দেয়া হয়।

তিনি আরও জানান, সংগঠনটি র্দীঘদিন ধরে বিনামূল্যে অসুস্থ রোগীকে রক্ত দানসহ রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ফুলবাড়ীতে | ফোন | দিলেই | পৌঁছে | অক্সিজেন