আর্কাইভ থেকে রোগব্যাধি

ঢাকায় করোনার সাত হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই

ঢাকায় করোনার সাত হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই

রাজধানী ঢাকার ১৬টি করোনা ডেডিকেটেড হাসপাতালের সাতটিতেই কোনো আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) শয্যা খালি নেই। 

আজ শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাজধানীতে করোনা ডেডিকেটেড ১৬টি সরকারি হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউ শয্যার ব্যবস্থা নেই। বাকি ছয়টি হাসপাতালে মাত্র ৩৮টি শয্যা খালি রয়েছে।

যেসব হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই:

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল (১০ শয্যা), সরকারি কর্মচারী হাসপাতাল (৬ শয্যা), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল (১৬ শয্যা), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (২০ শয্যা), মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল (২৪ শয্যা), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল (১০ শয্যা) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (২০ শয্যা)।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকায় | করোনার | সাত | হাসপাতালে | আইসিইউ | শয্যা | খালি | নেই