আর্কাইভ থেকে আইন-বিচার

টেকনাফে আইসসহ ৭ কোটি টাকার মাদক উদ্ধার

টেকনাফে আইসসহ ৭ কোটি টাকার মাদক উদ্ধার
কক্সবাজারের টেকনাফে পৃথক তিনটি অভিযানে প্রায় ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস), মদ, বিয়ার ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে একটি অভিযানে ইয়াবাসহ মফিজুল ইসলাম (৩০) নামে এক যুবকে বিজিবি আটক করেছে। আটক যুবক হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত বাচ্চা মিয়ার ছেলে। তবে অন্য দুইটি ঘটনায় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেননি। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে আজ শুক্রবার ভোর ৪টা পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যং, খারাংখালী ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে এসব মাদকের চালান বাংলাদেশে পাচাররে সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির পৃথক তিনটি দল অভিযান চালায়। অভিযানে ১ কেজি ১.২৫৮ গ্রাম আইস, ২১ হাজার ৯১০ ইয়াবা, ১৫০ বোতল মদ ও ৩৫০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ছয় কোটি আটানব্বই লাখ দশ হাজার পাঁচশ। খালিদ মোহাম্মদ ইফতেখার আরো বলেন, জব্দ করা সিগারেট টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। আইস ও ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হচ্ছে। সবার উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হবে। আটক যুবককে থানা পুলিশে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন টেকনাফে | আইসসহ | ৭ | কোটি | টাকার | মাদক | উদ্ধার