চলতি ২০২২-২৩ বিপণন বছরের গেলো ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ২৭ দশমিক ৮৩ লাখ টন চিনি রপ্তানি করেছে ভারত। যার শীর্ষ ক্রেতা বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। অল ইন্ডিয়া সুগার ট্রেড অ্যাসোসিয়েশন (এআইএসটিএ) এই তথ্য জানিয়েছে।
চলতি বিপণন বর্ষের অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জিবুতিতে ২ দশমিক ৪৭ লাখ টন, সোমালিয়ায় ২ দশমিক ৪৬ লাখ টন এবং সংযুক্ত আরব আমিরাতে ২ দশমিক ০৬ লাখ টন চিনি রপ্তানি করেছে ভারত। ব্যবসাভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম
বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এক বিবৃতিতে এসব উপাত্ত দিয়ে এআইএসটিএ জানায়, ভারতে বিপণন বর্ষ শুরু হয় অক্টোবরে। আর শেষ হয় সেপ্টেম্বরে। আগামী মে পর্যন্ত ৬০ লাখ টন চিনি রপ্তানির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এআইএসটিএ’র তথ্য অনুযায়ী, গেলো ১ অক্টোবর থেকে চলতি ফেব্রুয়ারির ৯ তারিখ পর্যন্ত ২৭ লাখ ৮৩ হাজার ৫৩৬ টন চিনি রপ্তানি করেছে ভারতীয় কল-কারখানাগুলো।
তারা আরও বলছে, এখন রপ্তানির উদ্দেশে ৪ দশমিক ২৪ লাখ টন চিনি বোঝাই করা হচ্ছে। আর ৩ দশমিক ৭৯ লাখ টন পরিশোধনকারীদের কাছে সরবরাহ করা হয়েছে।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় চিনি রপ্তানিকারক ভারত। ২০২১-২২ বিপণন বর্ষে ১১২ লাখ টন খাদ্যপণ্যটি রপ্তানি করে দেশটি।
তবে এই বছরে ভারতে চিনি উৎপাদন কমবে। সেটা ৩৫ দশমিক ৮ মিলিয়ন টনে দাঁড়াতে পারে। আগের বিপণন বর্ষে যা ছিল ৩৬ দশমিক ৫ মিলিয়ন টন।
এএম