আর্কাইভ থেকে দেশজুড়ে

নারী সাংবাদিককে হুমকি, ছাত্রলীগ নেতা বহিষ্কার

নারী সাংবাদিককে হুমকি, ছাত্রলীগ নেতা বহিষ্কার
পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক হেনস্তার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ ইসলামকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউনিটের আরও ২০ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, গেলো ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থীদের চলমান সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহে থাকা দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আকতারকে হেনস্তা করেন ভিক্স গ্রুপের অনুসারী ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একটি গ্রুপ। এই প্রতিনিধির ফোন কেড়ে নেয়ার চেষ্টাসহ ছবি এবং ফুটেজ ডিলিট করতে চাপ সৃষ্টি করেন তারা। ঘটনার দুই দিন পর ১১ ফেব্রুয়ারি খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি ঘোষণা করেন রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী। কমিটির অন্য দুজন সদস্য হলেন- অধ্যাপক শিপক কৃঞ্চ দেবনাথ এবং সহকারী প্রক্টর ড. আহসানুল কবীর।

এ সম্পর্কিত আরও পড়ুন নারী | সাংবাদিককে | হুমকি | ছাত্রলীগ | নেতা | বহিষ্কার