Connect with us

ক্রিকেট

ফিরলো চ্যাম্পিয়নস ট্রফি, বাড়লো বিশ্বকাপের দল

Published

on

১৪ দল নিয়ে হবে ২০২৭ বিশ্বকাপ। টি টোয়েন্টি বিশ্ব আসরেও দল বাড়ছে। মঙ্গলবার বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০২৩ তেকে ৩১ সালের সাইকেলে প্রতিবছর হবে আইসিসির টুর্ণামেন্ট। ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। তবে চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে তা জানা যাবে ২৮ জুন।

অবশেষে টনক নড়লো আইসিসির। গেলো আসরে দলের সংখ্যা কমানোয় বেশ সমালোচনার মুখে পরতে হয়েছিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থার। তবে মঙ্গলবারের সভায় বিগ থ্রিসহ বাকি পূর্ণ সদস্যগুলোর মতামতের ভিত্তিতে বিশ্ব আসরে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিলো আইসিসি। অর্থাৎ ২০২৭ ও ৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে ১৪ দলের।

আর ফরম্যাট হিসেবে বেছে নেয়া হয়েছে ২০০৩ আসরকে। ১৪ দল দুই ভাগে হয়ে খেলবে, দুই গ্রুপের শীর্ষ ৩ দলগুলো নিয়ে হবে সুপার সিক্স রাউন্ড। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

শুধু তাই নয়, দল বাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপেও। ২০২৪ সাল থেকে ৩০ পর্যন্ত ৪টি টোয়েন্টি বিশ্ব আসরে খেলবে ২০ দল। ৫ দল ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে। শীর্ষ ২ দলগুলোকে নিয়ে হবে সুপার এইট রাউন্ড।

২০২৩ থেকে ৩১ সাল পর্যন্ত ৮ বছরের সাইকেলে কি কি বৈশ্বিক আসর হবে তারই সিদ্ধান্ত হয়েছে এ সভায়। প্রতি বছরই থাকছে বৈশ্বিক আসর। যদিও এর আগে বৈশ্বিক আসরের চাইতে দ্বিপাক্ষিক সিরিজ বাড়ানোর পক্ষে ছিলো ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটের প্রসার ও সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেট অবকাঠামো উন্নয়নের কথা উপলব্ধি করে আইসিসির সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বিগ থ্রি।

Advertisement

২০২৪, ২৬, ২৮ ও ৩০ সালে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৭ ও ৩১ সালে ওয়ানডে বিশ্বআসর। আর ২০১৭তে শেষবারের মতো হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি আবারো ফিরছে। ২০২৫ ও ২৯ সালে হবে ৮ দলের এ জমজমাট আসর। টেস্ট চ্যাম্পিয়নশীপও চলবে আগের নিয়ম মতো। চলতি বছর সেপ্টেম্বরে আয়োজক দেশগুলোর নাম চূড়ান্ত করবে আইসিসি।

তবে যে সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিলো ক্রিকেট বিশ্ব, তা বিসিসিআইয়ের ওপর ছেড়ে দিয়েছে আইসিসি। চলতি বছর অক্টোবরে টি টোয়েন্টির বিশ্ব আসর কোথায় হবে ২৮ জুনের মধ্যে জানানোর ডেডলাইন বেঁধে দেয়া হয়েছে এ সভায়। যদিও আরব আমিরাতকেই প্রাধান্য দিচ্ছে আইসিসি। তবে মধ্যপ্রাচ্যের এ দেশটির ৩ ভেন্যুর পাশাপাশি ওমানেও কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। 

এস

Advertisement

ক্রিকেট

জয়সওয়াল রেকর্ড ভাঙতে পারে, চিন্তিত ব্রায়ান লারা

Published

on

ভারতীয় তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল সম্পর্কে মন্তব্য করেছেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ব্রায়ান লারা। মন্তব্য বলার চেয়ে একে ‘চিন্তিত আছেন’ বলা ভালো। লারা জানাচ্ছেন তাঁর রেকর্ডগুলো যদি ঝুঁকিতে থাকে, সেখানে জয়সওয়াল সবচেয়ে বড় কারণ হতে পারে।

জয়সওয়ালের বয়স কেবল ২২ বছর। এরমধ্যে যা করছেন এবং করে যাচ্ছেন- তা নিয়ে আলাপ উঠছে চারদিকে। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে শুরুর দিকে কিছুটা ছন্দহীন থাকলেও ইতোমধ্যে একটি অপরাজিত শতক, একটি পঞ্চাশোর্ধ ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। তবে সর্বশেষ আইপিএলে ছিলেন দুর্দান্ত।

আইপিএলের গত মৌসুমে ১৪ ইনিংসে ৪৮.০৭ গড়ে ৬২৫ রান সংগ্রহ করেন এই ব্যাটার। যেখানে স্ট্রাইক রেট ছিল ১৬৩.৬১। আন্তর্জাতিক ক্যারিয়ারে দারুণ বার্তা দিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট অভিষেকে ১৭১ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। এরমধ্যে খেলেছেন ১৭ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সেই ম্যাচগুলোতে নিজের ব্যাটিং ঝলক ভালোভাবেই দেখিয়েছেন এই তরুণ।

লারা সম্প্রতি বলেন, “আমি যদি মনে করি আমার রেকর্ড ঝুঁকিতে আছে, তবে জয়সওয়ালের ভালো সুযোগ আছে তা ভেঙে ফেলার। তাঁর সেই সামর্থ্য আছে। ইতোমধ্যে ২ টি ডাবল হান্ড্রেড করেছে সে। সে এতই ভালো।“

কিছুদিন আগে শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজ। সেই সিরিজে ২ টি দ্বি-শতক পেয়েছেন জয়সওয়াল। গড়ের দিকে তাকালে দেখা যায় ৮৯, যেখানে ৯ ইনিংস খেলে তাঁর সংগ্রহে ছিল ৭১২ রান। রোহিত শর্মার অধিনায়কত্বে গড়া ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও গৌরবের সাথে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

মাত্র এক সপ্তাহে শেষ হলো পানেসারের রাজনৈতিক যাত্রা

Published

on

মন্টি পানেসারের রাজনৈতিক যাত্রা মাত্র এক সপ্তাহে শেষ হলো। সাবেক এই ইংলিশ ক্রিকেটার সম্প্রতি ঘোষণা দিয়ে রাজনীতিতে আসেন। সামনে ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবেন বলে মনস্থির করেন। জর্জ গ্যালোওয়ে ওয়ার্কার্স পার্টির হয়ে প্রচার প্রচারণাতেও দেখা যায় তাঁকে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি।

 

পানেসারের বয়স এখন ৪২ চলছে। ইংল্যান্ডের হয়ে ৫০ টি টেস্ট খেলেছেন, ২৬ টি ওডিআই খেলেছেন, ঝুলিতে আছে একটি টি-টোয়েন্টি ম্যাচ। গ্রেটার লন্ডনের ইলিং সাউথহল থেকে নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল তাঁর।

 

ওয়ার্কার্স পার্টির পক্ষে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এ একটি লেখাও দিয়েছেন তিনি। যেখানে ওয়ার্কার্স’দের কণ্ঠসর হতে চান, এমন অভিব্যক্তি জানান। শুধু তাই নয়, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে চান বলেও মনোবাসনা প্রকাশ করেন।

 

Advertisement

তবে মাত্র এক সপ্তাহের মাথায় সিদ্ধান্ত বদলে ফেললেন পানেসার। তিনি মনে করেন, আরও শেখার রয়েছে তাঁর। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ লিখেছেন, “আমি এখন অন্যদের কিছুটা সাহায্য করতে চাই। কিন্তু খেয়াল করলাম, আমি যাত্রার শুরুতে অবস্থান করছি। এখনো শিখছি রাজনীতি কীভাবে মানুষকে সাহায্য করতে পারে।“

 

এরপর তিনি যোগ করেছেন, “তাই আমি আজকে দ্য ওয়ার্কার্স পার্টির হয়ে সাধারণ নির্বাচনের প্রার্থী হিসেবে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।“ পানেসার এরপর লিখেছেন, “আমি বুঝতে পারছি আমার আরও সময় নিতে হবে শুনতে, শিখতে এবং রাজনৈতিক বাস্তু খুঁজে পেতে- যা আমার ব্যক্তিগত ও রাজনৈতিক মূল্যবোধের সাথে সংযোগ করতে পারে।“

 

ইংল্যান্ডের হয়ে ২০০৬ সালে অভিষেক হয় পানেসারের। ভারতের শিখ ধর্মের প্রতিনিধিত্ব করা প্রথম ইংলিশ ক্রিকেটার তিনি। পানেসারের ক্যারিয়ার শেষ হয় ২০১৩ সালে এসে।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

সুরিয়াকুমারের ডিএনএ টেস্ট করতে বললেন পারনেল

Published

on

মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটার সুরিয়াকুমার যাদব দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সোমবার (৬ মে) রাতে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সুরিয়াকুমারের ব্যাটে ভর দিয়ে সহজে ম্যাচ জিতেছে মুম্বাই। তাঁর ৫১ বলে শত রানের ইনিংস নিয়ে নানা আলোচনা চলছে। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা পেসার ওয়েইন পারনেল কিছুটা মজা করে সুরিয়াকুমারের ডিএনএ টেস্ট করার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে দলীয় ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে ছিল মুম্বাই। সেখান থেকে সুরিয়াকুমারের শুরু। দলের প্রয়োজনে যেন ভয়ানক হয়ে উঠলেন এই ব্যাটার।

সঙ্গী হিসেবে তিলক ভার্মাকে বেছে নিলেন। যখন মাঠ ছেড়েছেন অপরাজিত ৫১ বলে ১০২ রান সুরিয়াকুমারের নামের পাশে। দল জিতেছে ১৭.৩ ওভারে ৭ উইকেটে। অন্যদিকে তিলক অপরাজিত ছিলেন ৩২ বলে ৩৭ রানে।

হায়দ্রাবাদের বোলারদের ডেলিভারি করা বলগুলো ফানুসের মতো ভাসছিল, আছড়ে পড়ছিল গ্যালারিতে। নিজেকে প্রমাণ করলেন আবারও, কেন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ ব্যাটার। তাঁর ১০২ রানের ইনিংসে ছিল ১২ টি চার, ৬ টি ছক্কা।

এমন ইনিংসে ক্রিকেট-পাড়ায় শোরগোল উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরিয়াকুমারকে নিয়ে নানা লেখা ভাসছে। প্রোটিয়া পেসার পারনেল ‘এক্স’ এ একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, “কেউ কী কখনো সুরিয়াকুমারের (যাদব) ডিএনএ টেস্ট করেছেন? এই লোকটা আলাদা, আলাদা।”

সুরিয়াকুমারের শত রানের ইনিংস আরও অনেক সাবেক ক্রিকেটারদের মুখ খুলতে বাধ্য করেছে। চলতি আইপিএলে দলগুলো নিজেদের রান ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করছে। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স টুর্নামেন্ট-জুড়ে বেশ খারাপ পারফরম্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৮ টি হার, ৪ টি জয় নিয়ে টেবিলের নবম দল মুম্বাই।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত