বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরু মাত্র ১৮ মিনিটের মাথায় এগিয়ে যায় বার্সা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভানদোভস্কি। পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা ইউনাইটেড দ্বিতীয়ার্ধে আক্রমনের পসরা সাজিয়ে বসে। মাত্র দুই মিনিটেই পিছিয়ে পরা দলকে সমতা এনে দেন ব্রাজিলিয়ান মিড ফিল্ডার ফ্রেড। এরপর ৭৩ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্তোনির গোলে ২-১ গোলে জয় পায় ম্যানইউ।Manchester United eliminates Barcelona from the Europa League ‼️
— ESPN (@espn) February 23, 2023
A clash for the ages 👏 @ESPNFC pic.twitter.com/FXKdlD1gAN