Connect with us

ক্রিকেট

নিলাম শেষে আইপিএলের দলগুলোর চূড়ান্ত স্কোয়াড

Published

on

মাঠের লড়াইয়ের আগে সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে আইপিএলের নিলাম। যেটা গতকাল শেষ হয়েছে। প্রিয় দল কিংবা কোন ক্রিকেটার কোন দলে খেলছে সেটা নিয়ে কম-বেশি সবারই আগ্রহ থাকে। গতকালও তার ব্যতিক্রম ছিল না। 

এবারের নিলামে বাংলাদেশের ৫ ক্রিকেটারের নাম ছিল। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া আর কেউই দল পাননি। নাম থাকলেও ডাকই পাননি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফুদ্দিনও। 

২ কোটি ভিত্তি মূল্যের সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে আবারও নিজেদের ডেরায় ভিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স, ভিত্তি মূল্য ১ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানের জায়গা হয়েছে রাজস্থান রয়্যালসে।

এদিকে এবারের আইপিএলে সবচেয়ে দামি পাঁচ ক্রিকেট তারকারা হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস যাকে রেকর্ড সর্বোচ্চ ১৬ কোটি ২৫ লক্ষ রুপিতে রাজস্থান রয়্যালস, নিউজিল্যান্ডের কাইল জেমিসন যাকে ১৫ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল যাকে  ১৪ কোটি ২৫ লক্ষ রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন যাকে ১৪ কোটি রুপিতে পাঞ্জাব কিংস কিনে নিয়েছে।

আসুন দেখে নেয়া যাক নিলাম শেষে দলগুলোর চূড়ান্ত স্কোয়াডঃ

Advertisement

কলকাতা নাইট রাইডার্স
দিনেশ কার্তিক, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, শুবমান গিল, আন্দ্রে রাসেল, শিবম মাভি, সুনীল নারাইন, কুলদীপ যাদব, লকি ফারগুসন, বরুণ চক্রবর্তী, কামলেশ নাগারকোটি, প্রসিধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, প্যাট কামিন্স, হ্যারি গার্নি, আলী খান। সাকিব আল হাসান, বেন কাটিং, হরভজন সিং, পবন নেগি, করুণ নায়ার, শেলডন জ্যাকসন, আরোরা, আইয়ার।

রাজস্থান রয়্যালস
সঞ্জু স্যামসন, ডেভিড মিলার, রবিন উথাপ্পা, বেন স্টোকস, জস বাটলার, রিয়ান পরাগ, রাহুল তেভাটিয়া, শ্রেয়াস গোপাল, মানান ভোহরা, মাহিপাল লমরর, মায়াঙ্ক মারকান্দে, জফরা আর্চার, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগী, অ্যান্ড্রু টাই, যশস্বী জয়সওয়াল, অনুজ রাওয়াত। মুস্তাফিজুর রহমান, ক্রিস মরিস, শিভম দুবে, লিয়াম লিভিংস্টোন, কারিয়াপ্পা, কুলদীপ যাদব, আকাশ সিং, চেতন সাকারিয়া।

মুম্বাই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, কুইন্টন ডি কক, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, সৌরভ তিওয়ারি, ক্রিস লিন, কাইরন পোলার্ড, আদিত্য তারে, জয়ন্ত যাদব, আনমলপ্রীত সিং, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ, মহসিন খান, রাহুল চাহার, অনুকূল রয়। জিমি নিশাম, অ্যাডাম মিলনে, পিযুশ চাওলা, নাথান কোল্টার-নেইল, অর্জুন টেন্ডুলকার, মারতক জেনসেন, যুদবির চারাক।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, দেবদূত পাডিকাল, জশোয়া ফিলিপ, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, যুযবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, নবদ্বীপ সাইনি, পবন দেশপান্ডে, অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন। গ্লেন ম্যাক্সওয়েল, কাইল জেমিসন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, মোহাম্মদ আজহারউদ্দীন, শচিন বেবি, রজত পাতিদার, কেএস ভারত, সুয়েশ প্রভুদেশাই।

চেন্নাই সুপার কিংস
মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রাইডু, এন জাগাদীশান, ঋতুরাজ গায়কোয়াদ, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, মিচেল স্যান্টনার, জশ হ্যাজলউড, ইমরান তাহির, শার্দুল ঠাকুর, দিপক চাহার, লুঙ্গি এনগিদি, করণ শর্মা, কেএম আসিফ, সাই কিশোর। মঈন আলী, কৃষ্ণপ্পা গৌতম, চেতশ্বর পুজারা, সি হারি নিশান্ত, ভগত ভার্মা, হরিশঙ্কর রেড্ডি।

Advertisement

পাঞ্জাব কিংস
লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, দিপক হুদা, সরফরাজ খান, মানদীপ সিং, প্রাভসিমরান সিং, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নালকান্দে, রবি বিষ্ণয়, মুরুগান অশ্বিন, আর্শদ্বীপ সিং, হারপ্রীত ব্রার, ইষান পোরেল। ঝাই রিচার্ডসন, শাহরুখ খান, রিলে মেরিডিথ, ময়েজেস হেনরিকস, ডেভিড মালান, ফাবিয়ান অ্যালেন, জালাল সাক্সিনা, উৎকর্ষ সিং, সৌরভ কুমার।

সানরাইজার্স হায়দরাবাদ
ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মনিশ পান্ডে, জনি বেয়ারস্টো, আব্দুল সামাদ, মিচেল মার্শ, জেসন হোল্ডার, প্রিয়াম গার্গ, ঋদ্ধিমান সাহা, মোহাম্মদ নবী, রশিদ খান, সন্দ্বীপ শর্মা, অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদীম, শ্রীভতস গোস্বামী, সিদ্ধার্থ কাউল, খলিল আহমেদ, থাঙ্গারাসু নাটারাজান, বিজয় শঙ্কর, বিরাট সিং। কেদার যাদব, মুজিব-উর রহমান, জে সূচিত।

দিল্লি ক্যাপিটালস
শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, শেখর ধাওয়ান, পৃথ্বী শ, আজিঙ্কা রাহানে, শিমরন হেটমেয়ার, ক্রিস ওকস, মার্কাস স্টয়নিস, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, আক্সার প্যাটেল, অমিত মিশ্র, আবেশ খান, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, প্রভিন ডুবে, ললিত যাদব। স্টিভেন স্মিথ, স্যাম বিলিংস, টম কারান, উমেশ যাদব, রিপাল প্যাটেল, লুকমান মেরিওয়ালা, এম সিদ্ধার্থ, বিষ্ণু বিনোদ।

এএ

Advertisement
Advertisement

ক্রিকেট

বিদায়ের পর মোস্তাফিজকে নিয়ে যা বললেন চেন্নাই অধিনায়ক

Published

on

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৭ রানে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস।  শেষ মুহূর্তে আসর থেকে বিদায়ে দলটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় মোস্তাফিজুর রহমানের অভাবকে সামনে আনলেন।

গতকাল বেঙ্গালুরুর কাছে হারের পর গায়কোয়াড় বলেন, ‘আমরা ফিজকে (মোস্তাফিজুর রহমান) মিস করেছি।’

আইপিএল ছাড়ার আগে চেন্নাইয়ের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। এই ৯ ম্যাচে ২২.৭১ গড় আর ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন এই টাইগার পেসার। চেন্নাই দলে এবারের আইপিএলে তাঁর চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র একজন। ভারতীয় পেসার তুষার দেশপান্ডে ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট।

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বেঙ্গালুরুর মাঠে কোহলির নতুন রেকর্ড

Published

on

ভিরাট কোহলি মানেই যেন রেকর্ডের ছড়াছড়ি। তার খেলা যেকোনো বাউন্ডারি বা ওভার বাউন্ডারি জবাব দিতে থাকে- এই বুঝি কোনো রেকর্ড লেখা হলো কোহলির নামে। আজ (শনিবার) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তুষার দেশপান্ডের এক ডেলিভারিতে বিশাল ছক্কা হাঁকিয়ে বসেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটার। তাতেই নাম লিখিয়েছেন নতুন এক রেকর্ডে।

জিততেই হবে এমন এক ম্যাচ। আরসিবির জন্য অবশ্য শুধু জয় দিয়েও চলবে না। যেতে হবে আরো কিছু সমীকরণের মধ্য দিয়ে। অন্যদিকে প্রতিপক্ষ চেন্নাই জিতলে সরাসরি প্লে-অফ খেলবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

ম্যাচের তৃতীয় ওভারে দেশপান্ডের প্রথম ও তৃতীয় ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে বসেন কোহলি। দ্বিতীয় ছক্কাটি ৯৮ মিটার দেখাচ্ছিল বড় স্ক্রিনে। এই ছক্কার সাথে নির্দিষ্ট কোনো ভেন্যুতে ৩ হাজার আইপিএল রান করার গৌরব অর্জন করেছেন কোহলি। আর কোনো ব্যাটারের ঝুলিতে এক ভেন্যুতে এত রান নেই।

বেঙ্গালুরুর এই মাঠে আরসিবির হয়ে ৮৯ ম্যাচ খেলেছেন কোহলি। আইপিএলে নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার খেতাব এতদিন ছিল রোহিত শর্মার কাছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮০ ম্যাচ খেলে ভারতীয় অধিনায়ক করেছেন ২২৯৫ রান। এই তালিকায় আরও আছেন এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার ও ক্রিস গেইল।

কোহলি এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় আছেন আইপিএলের চলতি মৌসুমে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

যদি বেশি চিন্তা করি, ভালো খেলতে পারবো না: রোহিত

Published

on

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো সময় যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। ভালো যায়নি দলটির সাবেক অধিনায়ক রোহিত শর্মার। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩৮ বলে ৬৮ রানের ইনিংস খেলেন রোহিত। মুম্বাই অবশ্য নিজেদের দশম পরাজয় বরণ করেছে একইদিনে। টেবিলের শেষ দল হিসেবে চলতি আসর শেষ করলো দলটি।

শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ খেলেছে মুম্বাই। হার্দিক পান্ডিয়া-রোহিতের দল হেরেছে ১৮ রানে। ম্যাচ শেষে জিও সিনেমায় কথা বলেছেন সাবেক মুম্বাই অধিনায়ক। তিনি বলেন, “একজন ব্যাটার হিসেবে, আমি জানি যে স্ট্যান্ডার্ডে থাকার কথা, সেখানে পৌঁছাতে পারিনি। কিন্তু এতগুলো বছর খেলার পর, আমি জানি, যদি বেশি চিন্তা করি, আমি ভালো খেলতে পারবো না।”

তিনি আরও যোগ করেন, “শুধু ভালো মানসিক অবস্থা, সঠিক জোন, অনুশীলন করা এবং খেলার সকল ভুলগুলোর উন্নতি করা, এগুলোই আমি চেষ্টা করে যাই।”

নিজেদের পরিকল্পনা অনুযায়ী মুম্বাই খেলতে পারেনি বলেও মনে করেন রোহিত। অনেক বেশি ভুল করেছে দল, ফলে নিজেদের দোষারোপ করেছেন তিনি। ভারতীয় অধিনায়ক মনে করেন, আইপিএল এমনই। অল্প কিছু সুযোগ আসবে, সেগুলোই আঁকড়ে ধরতে হবে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত